AB Bank
ঢাকা রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অ্যাস্ট্রাজেনেকার টিকা নেয়ার পর ‌পঙ্গু, নারীর মামলা


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৯:৪৪ পিএম, ১৪ মে, ২০২৪
অ্যাস্ট্রাজেনেকার টিকা নেয়ার পর ‌পঙ্গু, নারীর মামলা

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ব্রিটিশ ফার্মাসিউটিক্যালস জায়ান্ট অ্যাস্ট্রাজেনেকার যৌথভাবে তৈরি করা করোনাভাইরাসের টিকার মার্কিন ক্লিনিক্যাল ট্রায়ালে অংশ নেওয়া এক নারী ‘‘স্থায়ীভাবে অচল’’ হয়ে গেছেন বলে দাবি করেছেন। টিকা নেওয়ার পর ৪২ বছর বয়সী ব্রায়ান ড্রেসেনের শরীরে দেখা দেওয়া পার্শ্বপ্রতিক্রিয়ার কোনও চিকিৎসা অ্যাস্ট্রাজেনেকা দিতে পারেনি অভিযোগ করে ব্রিটিশ এই ওষুধপ্রস্তুতকারক কোম্পানির বিরুদ্ধে মামলা করেছেন তিনি।
ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফকে দেওয়া সাক্ষাৎকারে ব্রায়ান ড্রেসেন বলেন, ২০২০ সালে যুক্তরাষ্ট্রে অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকার ক্লিনিক্যাল ট্রায়ালে অংশ নিয়েছিলেন তিনি। এই টিকা নেওয়ার পর তার শরীরে গুরুতর নিউরোলজিক্যাল জটিলতা তৈরি হয়; যার ফলে তিনি ‘‘স্থায়ীভাবে অচল’’ হয়ে যান।  

সম্প্রতি যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় উতাহ রাজ্যে অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তিনি। আদালতে দায়ের করা মামলায় দেশটির অবসরপ্রাপ্ত এই শিক্ষক বলেছেন, অ্যাস্ট্রাজেনেকার টিকা নেওয়ার কয়েক ঘণ্টা পরই তার শরীরে তীব্র পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়।

টেলিগ্রাফ বলেছে, অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে এমন স্থায়ীভাবে অচল হয়ে যাওয়ার অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রে ব্রায়ান ড্রেসেনই প্রথম মামলা করেছেন বলে ধারণা করা হচ্ছে। ওই সময় যুক্তরাষ্ট্রে অ্যাস্ট্রাজেনেকার টিকার ক্লিনিক্যাল ট্রায়াল চালানো হলেও দেশটিতে এই টিকা ব্যবহারের অনুমোদন দেওয়া হয়নি।

আদালতের নথিতে ওই নারী দাবি করেছেন, তিনি টিকার ট্রায়ালে অংশ নেওয়ার জন্য ব্রিটিশ ওষুধ প্রস্তুতকারক এই কোম্পানির সাথে একটি চুক্তিতে স্বাক্ষর করেছিলেন। চুক্তিতে বলা হয়েছিল, টিকার পার্শ্বপ্রতিক্রিয়া তৈরি হলে তার চিকিৎসার খরচ দেবে অ্যাস্ট্রাজেনেকা।
টেলিগ্রাফের সাথে আলাপকালে তিনি বলেন, পরে তার শরীরে পেরিফেরাল নিউরোপ্যাথি ধরা পড়ে; যা তাকে শারীরিকভাবে অক্ষম করে তোলে। টিকার পার্শ্বপ্রতিক্রিয়ায় ক্ষতিগ্রস্ত স্নায়ু শরীরকে অসাড় করে ফেলে এবং তীব্র ব্যথার সৃষ্টি করে। সেসময় তার শরীরের এই জটিলতা টিকার সাথে সংশ্লিষ্ট বলে জানান চিকিৎসকরা।

ড্রেসেন বলেন, এখন তিনি নিজের শরীরের ছায়া হয়ে উঠেছেন : কাজ করতে পারেন না, যেকোনও ধরনের অ্যাথলেটিক কর্মকাণ্ডে অক্ষম, কারও অভিভাবকের দায়িত্ব পালনেও ব্যর্থ এবং একেবারে গাড়ি চালাতেও পারেন না।

একুশে সংবাদ/ এসএডি

 

Link copied!