ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ নিষ্পত্তির জন্য চীনের পরিকল্পনাকে সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন রাশিয়া। এবিষয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, তাঁর মতে, বেইজিং এই সংকটের পেছনের কারণ ভালো বোঝে।
বুধবার (১৫ মে) চীনা সংবাদমাধ্যম শিনহুয়ায় প্রকাশিত এক সাক্ষাৎকারে এসব কথা বলেন পুতিন।
চলতি সপ্তাহেই বেইজিং সফরে যাচ্ছে পুতিন। এ উপলক্ষ্যে চীনা সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রুশ প্রেসিডেন্ট জানান, দুই বছরের বেশি সময় ধরে ইউক্রেনের সঙ্গে চলা যুদ্ধ নিরসনে আলোচনার জন্য প্রস্তুত রাশিয়া। চীনের পরিকল্পনা এবং গত মাসে যুদ্ধ নিয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং যে নীতি প্রকাশ করেছেন তাতে সংঘাতের পেছনের কারণগুলোকে বিবেচনা করা হয়েছে।
তিনি বলেন, ইউক্রেনের সংকট সমাধানে চীনের দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা ইতিবাচক। বেইজিং সত্যিই এই সংকটের মূল কারণ এবং এর বৈশ্বিক ভূ-রাজনৈতিক অর্থ বোঝে।
তিনি আরও বলেন, গত মাসে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজের সঙ্গে বৈঠকে শি বাস্তববাদী এবং গঠনমূলক পদক্ষেপের কথা বলেছেন। এটি স্নায়ু যুদ্ধের মানসিকতা কাটিয়ে ওঠার প্রয়োজনীয়তার চিন্তা বিকাশ করতে পারে।
গত বছর ইউক্রেন যুদ্ধ থামাতে ১২ দফা প্রস্তাব দেয় চীন। তখন এ প্রস্তাবকে স্বাগত জানায় রাশিয়া ও ইউক্রেন। তবে যুক্তরাষ্ট্র তখন অভিযোগ করে যে, চীন নিজেকে শান্তিস্থাপনকারী হিসেবে উপস্থাপন করছে। কিন্তু তাদের প্রস্তাবে রাশিয়ার মিথ্যা বর্ণনা প্রতিফলিত হয়েছে।
রাশিয়ার দাবি, তারা ইউক্রেনকে নিরস্ত্রীকরণ এবং ফ্যাসিস্টদের হাত থেকে রক্ষা করার জন্য একটি বিশেষ অভিযান চালাচ্ছে। তবে ইউক্রেন ও পশ্চিমারা বলছে, রাশিয়ার এই ফ্যাসিবাদী অভিযোগ ভিত্তিহীন।
একুশে সংবাদ/হ.ক.প্র/জাহা
আপনার মতামত লিখুন :