AB Bank
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী গুলিবিদ্ধ, অবস্থা আশঙ্কাজনক


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৮:০৪ পিএম, ১৫ মে, ২০২৪
স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী গুলিবিদ্ধ, অবস্থা আশঙ্কাজনক

গুলিবিদ্ধ হয়েছেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো। বুধবার ১৫ মে একটি সরকারি বৈঠকের অংশগ্রহণের পর গুলিবিদ্ধ হন তিনি। স্থানীয় বার্তা সংস্থা টিএএসআর-এর বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

পার্লামেন্টের ভাইস চেয়ারম্যান লুবস ব্লাহা’র বরাতে টিএএসআর জানিয়েছে, ফিকো গুলিবিদ্ধ হয়েছেন। 

Shooting incident of Slovak PM Robert Fico after Slovak government meeting in Handlova

রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী বলেছেন, বেশ কয়েকটি গুলির শব্দ শোনতে পেয়েছেন তিনি। এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।  

স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো বুধবার ১৫ মে বিকালে একটি সরকারি বৈঠকে অংশগ্রহণের পর বেরিয়ে যাওয়ার সময় তাকে গুলি করে ওই বন্দুকধারী। তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

টিএএসআর জানিয়েছে, ফিকোর গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পার্লামেন্টের ভাইস চেয়ারম্যান লুবস ব্লাহা।

প্রধানমন্ত্রীর ওপর এমন ‘জঘন্য ও বর্বর’ হামলার নিন্দা করেছেন দেশটির প্রেসিডেন্ট জুজানা কাপুতোবা। ফিকোর দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি।

একইসঙ্গে দেশটির মাটিতে এমন সহিংসতার কোনও স্থান নেই বলেও হুঁশিয়ারি দিয়েছেন জুজানা।

Shooting incident after Slovak government meeting in Handlova

তিনি আরও জানান, নিরাপত্তা কর্মকর্তারা এক ব্যক্তিকে গাড়িতে তুলে নিয়ে গেছেন।

Shooting incident after Slovak government meeting in Handlova

একুশে সংবাদ/বা.ট্রি./ এসএডি

 

Link copied!