নির্বাচন সম্পর্কিত নতুন আইনকে কেন্দ্র করে ফ্রান্স শাসিত নিউ ক্যালেডোনিয়ায় ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিক্ষোভকালে এরই মধ্যে অন্তত চারজন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে জরুরি অবস্থা জারি করেছে ফ্রান্স সরকার।
বৃহস্পতিবার ১৬ মে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে।
ওশেনিয়া মহাদেশে ফ্রান্স শাসিত অঞ্চল নিউ ক্যালেডোনিয়ায় ১৪ মে নিউ ক্যালেডোনিয়ার আঞ্চলিক ভোটাধিকার নিয়ে একটি নতুন আইন পাস করেছে ফ্রান্স সরকার।
এ নতুন আইন অনুযায়ী, নিউ ক্যালিডোনিয়ায় যেসব ফরাসি নাগরিক ১০ বছরের বেশি সময় ধরে বসবাস করছে, তারা সেখানকার প্রাদেশিক নির্বাচনে ভোট দেয়ার অধিকার পাবে। যা এক প্রকার নিউ ক্যালেডোনিয়ার নাগরিকত্ব লাভ করা।
এই আইনের বিরুদ্ধেই ফুঁসে উঠেছে নিউ ক্যালেডোনিয়ার অধিবাসীরা। তাদের দাবি, বিতর্কিত আইনটি অবিলম্বে বাতিল করতে হবে। ১৫ মে বিক্ষোভকারীরা বিভিন্ন জায়গায় আগুন জ্বালিয়ে আইন বাতিলের দাবি জানায়।
খবরে বলা হয়েছে, এদিন বিক্ষোভকালে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় তিনজন আদিবাসী এবং একজন পুলিশ কর্মকতা নিহত হন।
এ বিক্ষোভ ঠেকাতে দেশটির প্রায় দুশতাধিক বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। অবিলম্বে এ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই এলাকায় জরুরি অবস্থা জারি করেছে ফ্রান্স।
একুশে সংবাদ/স.টি/ এসএডি
আপনার মতামত লিখুন :