উত্তর গাজার রাফার নিরাপদ একটি অঞ্চলে বাস্তুচ্যুতদের একটি তাঁবু ক্যাম্পে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে ৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের অধিকাংশ নারী ও শিশু। হামলায় আহত হয়েছে আরও অনেকে। সোমবার (২৭ মে) এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
ইসরায়েলি সামরিক বাহিনী হামলার বিষয়টি নিশ্চিত করে বলেছে, তারা নির্ভুল অস্ত্র ব্যবহার করে হামাস যোদ্ধাদের লক্ষ্যবস্তু করেছে। তারা স্বীকার করেছে যে আগুন লাগার সময় বেসামরিক লোকজন আহত হয়েছে এবং ঘটনাটি তদন্তাধীন বলে জানিয়েছে।
তাল-আস-সুলতান এলাকায় এই হামলা এমন এক সময় হলো যখন ইসরায়েলি বাহিনী গত ২৪ ঘণ্টায় জাবালিয়া, নুসেইরাত এবং গাজা সিটিসহ গাজার বিভিন্ন এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়কেন্দ্রগুলোতে বোমাবর্ষণ করেছে। ফিলিস্তিনি কর্মকর্তাদের মতে এতে কমপক্ষে ১৬০ জন নিহত হয়েছেন।
গত বছরের ৭ অক্টোবর থেকে গাজা-ইসরায়েল যুদ্ধে কমপক্ষে ৩৫ হাজার ৯৮৪ ফিলিস্তিনি নিহত হয়েছে এবং ৮০ হাজার ৬৪৩ ফিলিস্তিনি আহত হয়েছে। হামাসের হামলায় ইসরায়েলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৩৯ জন, বন্দী রয়েছে কয়েক ডজন।
একুশে সংবাদ/চ.আ/সা.আ
আপনার মতামত লিখুন :