AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৩:১৫ পিএম, ৪ জুন, ২০২৪
ভারতের লোকসভা নির্বাচনের  ফলাফল

ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনা চলছে। মঙ্গলবার (৪ জুন) সকাল ৮টায় শুরু হয় এ গণনা। সবশেষ পাওয়া খবর অনুযায়ী, দুপুর ২টা পর্যন্ত এগিয়ে আছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্যানুসারে ৫৪৩ আসনের মধ্যে এনডিএ জোট ২৯2 আসনে এগিয়ে আছে, আর ইন্ডিয়া জোট ২৩৪ আসনে।

কে কত আসনে এগিয়ে

এনডিএ (বিজেপি)

২৯২

ইন্ডিয়া (কংগ্রেস)

২৩২

অন্যান্য দল

১৯

মোট

৫৪৩

             সূত্র- এনডিটিভি

 

কোন রাজ্যে কে এগিয়ে

রাজ্য

এনডিএ জোটইন্ডিয়া জোটঅন্যান্যমোট

উত্তরপ্রদেশ

৩৪৪৫৮০

মহারাষ্ট্র

১৮২৯৪৮

পশ্চিমবঙ্গ

১০৩২৪২

বিহার

৩১৪০

তামিল নাড়ু

৩৭৩৯

মধ্যপ্রদেশ

২৯২৯

কর্নাটকা

১৯২৮

গুজরাট

২৪২৬

অন্ধ্র প্রদেশ

২১২৫

রাজস্থান

১৪১০২৫

ওড়িশা

১৯২১

কেরালা

১৭২০

তেলেঙ্গানা

১৭

ঝাড়খণ্ড

১০১৪

আসাম

১০১৪

পাঞ্জাব

১০১৩

ছত্তিশগড়

১০১১

হরিয়ানা

১০

দিল্লি

উত্তরাখণ্ড

জম্মু-কাশ্মীর

হিমাচল

গোয়া

মনিপুর

মেঘালয়

ত্রিপুরা

দেরা এন্ড দামান- দিউ

সিকিম

আন্দামান-নিকোবার

চন্ডিগড়

লাদাখ

লক্ষ্মদ্বীপ

পন্ডিচেরি

মিজোরাম

নাগাল্যান্ড

সূত্র- এনডিটিভি

ভারতের লোকসভা নির্বাচনে চারশর বেশি আসন জেতার টার্গেট নিয়ে লড়াই করেছে বিজেপি। গত ১ জুন শেষ দফা ভোটের পর বিভিন্ন বুথফেরত সমীক্ষা দেখিয়েছে, ফের ক্ষমতায় আসছেন মোদি। সমীক্ষাগুলো আসনের যে হিসাব-নিকাশ দিয়েছিল, তা ভুল প্রমাণিত হতে যাচ্ছে বলেই ধারণা করা হচ্ছে ভোট গণনা শুরুর পর।

অধিকাংশ বুথফেরত জরিপে বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্সের (এনডিএ) যে জয়জয়কারের কথা বলা হয়েছিল, সেটা বাস্তবে না হওয়ার সম্ভাবনা জাগছে।


 

Link copied!