টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে বিজেপি নেতা নরেন্দ্র মোদির শপথগ্রহণের তারিখ পেছাতে পারে। শুরুতে শনিবার (৮ জুন) তার শপথগ্রহণের কথা বলা হলেও এখন তিনি রোববার (৯ জুন) শপথ নিতে পারেন।
বৃহস্পতিবার (৬ জুন) বেশ কয়েকটি সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।
গতকাল বুধবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন মোদি। নতুন সরকারের প্রধান হিসেবে শপথ অনুষ্ঠানের আগে ভারতীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পদত্যাগের চিঠি জমা দেন তিনি। ইতিমধ্যে মোদি ও তার মন্ত্রী পরিষদের পদত্যাগপত্র গ্রহণ করছেন ভারতীয় রাষ্ট্রপতি। তবে নতুন সরকার দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত মোদিকে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে আহ্বান করেছেন দ্রৌপদী মুর্মু।
এদিকে অতিথি তালিকায় বেশ কয়েকজন বিদেশি নেতা থাকায় মোদির শপথগ্রহণ অনুষ্ঠান তারকাখচিত হতে চলেছে। বিদেশি নেতাদের মধ্যে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কামাল দাহাল এবং ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক প্রমুখ।
মঙ্গলবার ভারতের লোকসভা নির্বাচনের ফল ঘোষণা করা হয়। সেখানে দেখা যায়, বিজেপি ২৪০টি আসন পেয়েছে। যদিও সরকার গঠনের জন্য প্রয়োজন ২৭২টি আসন। কংগ্রেসের ইন্ডিয়া জোট ২৩২ আসনে জিতে চমক দেখিয়েছে। এ ছাড়া বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের জেডিইউ ১২টি এবং অন্ধ্রপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টি বা টিডিপি ১৬টি আসন পেয়েছে। দল দুটিই বিজেপির এনডিএ জোটের শরিক দল। ফলে একক দল হিসেবে মোদির দল ক্ষমতায় না এলেও শরিকদের সঙ্গে জোটবদ্ধ হয়ে ক্ষমতায় আসতে কোনো অসুবিধা হবে না।
একুশে সংবাদ/জ.ন.প্র/জাহা
আপনার মতামত লিখুন :