AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভিডিও কলে কথা বলার সময় রাশিয়ার ভোলকভ নদীতে চারজন তলিয়ে যায়


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৫:৫২ পিএম, ৭ জুন, ২০২৪
ভিডিও কলে কথা বলার সময় রাশিয়ার ভোলকভ নদীতে চারজন তলিয়ে যায়

বন্ধুদের সঙ্গে নদীর পাড়ে ঘুরতে গেছেন। সেটি দেখাতে হয়ত বাবাকে ফোন দিয়েছিলেন ছেলে। আর ঠিক তখনই শক্তিশালী ঢেউয়ে বাবার সামনেই নদীতে তলিয়ে গেছেন ছেলে।

রাশিয়ার ভোলকভ নদীতে ঘটেছে এমন মর্মান্তিক ঘটনা। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন মোট চারজন। তাদের সবাই ভারতের নাগরিক।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি শুক্রবার (৭ জুন) এক প্রতিবেদনে জানিয়েছে, হর্ষ অনন্তরাও দেশাল, জিসান আশফাক পিঞ্জারি, জিয়া ফিরোজ পিঞ্জারি এবং মালিক মোহাম্মদ ইয়াকুব রাশিয়ায় নদীতে ডুবে প্রাণ হারিয়েছেন। তারা সবাই যুরোস্লাভ-দ্য-ওয়াইজ-নোভগোরোদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তারাসহ আরও এক বন্ধু ভোলকভ নদীতে ঘুরতে গিয়েছিলেন। তারা সবাই নদীর পানিতে নেমেছিলেন। তখনই শক্তিশালী ঢেউয়ে ভেসে যান।

নিহত চারজনের মধ্যে জিসান এবং জিয়া সম্পর্কে ভাই ছিলেন। তাদের বাড়ি ভারতের মহারাষ্ট্রের জালগাঁও বিভাগে।

জিসান নদীর পাড়ে গিয়ে ফোন দেন বলে জানিয়েছেন তার পরিবারের এক সদস্য। তিনি স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, ভোলকভ নদীতে গিয়ে জিসান তার পরিবারের কাছে ভিডিও কল দেয়। শক্তিশালী ঢেউ আঘাত হানার পর তার বাবা এবং পরিবারের অন্যান্য সদস্যরা বারবার অনুরোধ করছিল নদীর পানি থেকে যেন তারা সরে আসে।

রাশিয়ার সংবাদমাধ্যমে বলা হয়েছে, যারা নদীতে ঘুরতে গিয়েছিল তাদের এক মেয়ে বন্ধু প্রথমে ভেসে নদীতে চলে যায়। তখন তাকে বাঁচাতে যায় চারজন। যার মধ্যে তিনজনও পরবর্তীতে ডুবে যায়।

 

একুশে সংবাদ/ঢা.পো/সা.আ

Link copied!