কুয়েতের মানগাফ শহরে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৪১ জনের মৃত্যু হয়েছে। ওই ভবনটিতে শ্রমিকরা থাকতেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। এর আগে, এই অগ্নিকাণ্ডে ৩৫ জনের মৃত্যুর খবর জানায় আরব নিউজ।
প্রতিবেদন মতে, স্থানীয় সময় বুধবার ১২ জুন সকাল ৬টার দিকে ঘটনাটি ঘটে।
কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আগুনে দগ্ধ প্রায় ৪৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয় এবং তাদের মধ্যেও চারজনের মৃত্যু হয়েছে।
ভবনটিতে থাকা শ্রমিকদের মধ্যে বেশ কয়েকজন ভারতের নাগরিক ছিল বলে ধারণা করা হচ্ছে। তবে অন্যদের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এক্সে দেয়া এক পোস্টে বলেছেন, ‘কুয়েত শহরে অগ্নিকাণ্ডের খবরে গভীরভাবে মর্মাহত। সেখানে ৪০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং ৫০ জনের বেশি হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানা গেছে। আমাদের রাষ্ট্রদূত ক্যাম্পে গেছেন। আমরা আরও তথ্যের জন্য অপেক্ষা করছি।’
কুয়েতে ভারতীয় দূতাবাস একটি হেল্পলাইন নম্বর খুলেছে এবং বলেছে, ‘কিছু ভারতীয় এই অগ্নিদুর্ঘটনার কবলে পড়েছেন এবং দূতাবাস সম্ভাব্য সব ধরনের সহায়তা দেবে।’
জয়শঙ্কর আরও বলেন, ‘যারা মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা। যারা আহত হয়েছেন তাদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করছি। আমাদের দূতাবাস এ ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে সর্বাত্মক সহায়তা দেবে।’
স্থানীয় একজন সিনিয়র পুলিশ কমান্ডারের বরাত দিয়ে রয়টার্স বলেছে, যে ভবনটিতে আগুন লেগেছে, সেটি শ্রমিকদের থাকার জন্য ব্যবহৃত হতো এবং সেখানে প্রচুর সংখ্যক শ্রমিক ছিল। তাদের অনেককে উদ্ধার করা হয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত আগুনের ধোঁয়ায় শ্বাস না নিতে পেরে অনেকের মৃত্যু হয়েছে।
শ্রমিকদের কর্মসংস্থানের ধরন বা তারা কোন কোন দেশের নাগরিক, সে বিষয়ে বিস্তারিত না জানিয়েই ওই কর্মকর্তা বলেন, ‘আবাসনে একসঙ্গে অনেক বেশি শ্রমিককে না রাখার জন্য আমরা সবসময়ই সতর্ক করে আসছি।’
সূত্র: রয়টার্স, এনডিটিভি
আপনার মতামত লিখুন :