আইসক্রিম খেতে পছন্দ করেন না, এমন মানুষ হয়তো কমই আছেন। বিশেষ করে শিশু-কিশোরদের পছন্দের তালিকায় ওপরেই থাকে মুখরোচক এই খাবারটি। কিন্তু এই আইসক্রিম খেতে গিয়ে যদি তার ভেতর দেখতে পান মানুষের আঙুল, ভুলেও কি আর মুখে তুলবেন তা? শুনতে অবাক লাগলেও, ভারতের মুম্বাইয়ে আইসক্রিমের ভেতর মানুষের আঙুল পাওয়া গেছে বলে অভিযোগ উঠেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, অনলাইনে ‘ইউম্মো আইসক্রিম’ থেকে কোন আইসক্রিম অর্ডার করেছিলেন মালাদ শহরতলীতে বসবাসকারী একজন নারী। কিন্তু খাওয়ার জন্য সেটি খুলতেই হতবাক হয়ে যান তিনি।
অনলাইনে শেয়ার করা একটি ছবিতে দেখা যায়, মানুষের একটি আঙুল আইসক্রিমের ওপরের দিকে আটকে আছে।
বিস্ময় এবং বিরক্তি থেকে অভিযোগের জন্য আইসক্রিমটি নিয়ে মালাদ থানায় ছুটে যান ওই নারী। খাদ্যে ভেজাল এবং মানুষের জীবন বিপন্ন করার অভিযোগে ইউম্মোর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ওই আইসক্রিম তদন্তের জন্য এবং আঙুলটি ফরেনসিকে পাঠিয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।
খাদ্য সামগ্রীতে মানুষের শরীরের একটি অংশের উপস্থিতি ষড়যন্ত্রের সন্দেহও জাগিয়েছে এবং এ নিয়ে আরও তদন্ত চলছে।
একুশে সংবাদ/স.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :