ইসরায়েলি সামরিক বাহিনী রবিবার ১৬ জুন বলেছে, তারা আরো মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দিতে দক্ষিণ গাজার একটি রাস্তা বরাবর ‘সামরিক কার্যকলাপের কৌশলগত বিরতি’ রাখবে।
এই বিরতি শুধু একটি রুটের জন্য কার্যকর হবে, যা মূল কেরেম শালোম ক্রসিং থেকে উত্তর দিকে গেছে। ক্রসিংটি গাজা ও ইসরায়েলের মধ্যে অবস্থিত। বিরতি শনিবার শুরু হয়েছে বলে জানা গেছে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থানীয় সময় সকাল ৮টা থেকে সন্ধ্যা পর্যন্ত এটি চলবে৷
গাজায় মানবিক সংকট যাতে আরো খারাপ না হয় ইসরায়েল সেজন্য যুক্তরাষ্ট্রসহ তার মিত্রদের ক্রমাগত চাপের মুখে রয়েছে। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, রবিবারের এই ঘোষণা ‘জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে এ সম্পর্কিত অতিরিক্ত আলোচনা’ অনুসরণ করে দেওয়া হয়েছে।
মানবিক বিরতির পথটি গাজার দক্ষিণে অবস্থিত কেরাম শালোম ক্রসিং থেকে প্রধান মহাসড়ক সালাহ আল-দিন রোড পর্যন্ত এবং তারপর উত্তর দিকে খান ইউনিস শহরের কাছে ইউরোপিয়ান হাসপাতালের দিকে বিস্তৃত।
এক্সে এক পোস্টে আইডিএফ স্পষ্ট করে বলেছে, গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে কোনো যুদ্ধবিরতি নেই এবং রাফাতে যুদ্ধ চলবে।
এক মাসেরও বেশি সময় আগে ইসরায়েলি সেনারা রাফা শহরে প্রবেশ করে। তারা মিসরের সঙ্গে থাকা রাফা ক্রসিংয়ের গাজার অংশ নিয়ন্ত্রণে নেয় এবং অনেক মানুষকে সরে যাওয়ার নির্দেশ দেয়। এর পর থেকে লাখ লাখ মানুষ রাফা থেকে পালিয়ে গেছে। ক্রসিংটি তখন থেকে বন্ধ রয়েছে, যা সহায়তা প্রবেশের প্রধান পয়েন্ট।
ইসরায়েল বলেছে, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে তাদের ‘শেষ প্রধান শক্ত ঘাঁটি’ থেকে বিতাড়িত করার জন্য রাফাতে তাদের অভিযান জরুরি।
একুশে সংবাদ/কা.ক./ এসএডি
আপনার মতামত লিখুন :