লোহিত সাগরের ইয়েমেনি দ্বীপে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যুদ্ধবিমান যৌথভাবে আঘাত হেনেছে। হুতি সংশ্লিষ্ট সংবাদমাধ্যম আল-মাসিরাহ এ তথ্য নিশ্চিত করেছে।
মঙ্গলবার সংবাদমাধ্যম আল-মাসিরাহের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরা এ প্রতিবেদন প্রকাশ করে।
ইয়েমেনের রাজধানী সানা নিয়ন্ত্রণকারী সশস্ত্র বাহিনী হুতি বিদ্রোহীরা কয়েক মাস ধরে লোহিত সাগরের শিপিং লেনে আক্রমণ করে আসছে। তাদের দাবি, গাজায় ফিলিস্তিনিদের প্রতি সমর্থন প্রদর্শনে তারা ইসরাইলি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করছে।
হুতিদের এ সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দেশগুলো ক্ষুব্ধ। এ সশস্ত্র বিদ্রোহীদের পাল্টা জবাব দিতে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা চলতি বছরের জানুয়ারি থেকে ইয়েমেনে হুতি লক্ষ্যবস্তুতে বোমা হামলা চালিয়ে আসছে।কিন্তু তারা হুতিদের সামরিক অভিযানকে দমাতে পারেনি।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :