AB Bank
ঢাকা বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইউক্রেনের জ্বালানি স্থাপনায় রাশিয়ার হামলা


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১১:০২ পিএম, ২২ জুন, ২০২৪
ইউক্রেনের জ্বালানি স্থাপনায় রাশিয়ার হামলা

রাশিয়া পশ্চিম ও দক্ষিণ ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে গতরাতে ‘ব্যাপক’ হামলা চালিয়েছে। ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় শনিবার (২২ জুন) এই তথ্য জানিয়েছে।

দেশটির মন্ত্রণালয় বলেছে, হামলায় ‘জাপোরিঝিয়া এবং লভিভ অঞ্চলে (অপারেটর) ইউক্রেনারগোর (পরিচালনা সংস্থা) অবকাঠামোর সরঞ্জামগুলো ক্ষতিগ্রস্থ হয়েছে।’ এতে দুই কর্মচারী আহত হয়েছেন।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরো বলা হয়, গত তিন মাসে এই নিয়ে আটবারের মতো ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা চালালো রাশিয়া। ইউক্রেনের বিমান বাহিনী দাবি করেছে, তারা রাশিয়ার ছোড়া ১৬টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ১২টি এবং ১৩টি ড্রোন ভূপাতিত করেছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহে এইনিয়ে দ্বিতীয়বার রাশিয়া ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে হামলা চালাল।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর থেকে আজ পর্যন্ত টানা ৮৪৮ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উলটো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাতের পরিমাণ অনেক বেড়েছে। 

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!