গাজায় ইসরায়েলি হামলায় ৪২ জন নিহত হয়েছেন। রোববার (২৩ জুন) হামাস পরিচালিত সরকারি এক গণমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্স
গাজার কর্মকর্তা ইসমাইল আল-থাওয়াবতা বলেন, গাজার আটটি ঐতিহাসিক শরণার্থী শিবিরের একটি আল-শাতি। এই শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় কমপক্ষে ২৪ জন নিহত হয়েছেন। এছাড়া আল-তুফাহ এলাকার বাড়িঘরে হামলায় আরও ১৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, গাজায় হামাসের দুটি সামরিক অবকাঠামো লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে আইডিএফ। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি ইসরায়েলি বাহিনী।
তবে ইসরায়েলি হামলা নিয়ে কোনো মন্তব্য করেনি হামাস। এক বিবৃতিতে গোষ্ঠীটি জানিয়েছে, উপত্যকায় বেসামরিক জনগণকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে হামলার জন্য দখলদার ইসরায়েলি বাহিনী ও তাদের নাৎসি নেতাদের মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে গোষ্ঠীটি।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের কাছে আসা হামলার ভিডিও ফুটেজে দেখা যায়, ধ্বংস হয়ে যাওয়া বাড়িঘরে হতাহতদের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন কয়েক ডজন ফিলিস্তিনি।
একুশে সংবাদ/চ.ট/সা.আ
আপনার মতামত লিখুন :