AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

একসময়ের রেস্টুরেন্টের ওয়েটারই এখন বিলিয়নিয়ার!


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১০:১১ পিএম, ২৩ জুন, ২০২৪
একসময়ের রেস্টুরেন্টের ওয়েটারই এখন বিলিয়নিয়ার!

চিপ কোম্পানি এনভিডিয়ার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জেনসেন হুয়াং একসময় কাজ করতেন রেস্টুরেন্টের ওয়েটার হিসেবে। এখন বিশ্বের বিলিয়নিয়ার বা শতকোটিপতিদের তালিকায় তার স্থান ১৩তম।

সম্প্রতি ফোর্বস ম্যাগাজিন ও ব্রিটানিকার সূত্রে এসব তথ্য জানা যায়।

এনভিডিয়া এই মুহূর্তে বিশ্বের দ্বিতীয় মূল্যবান কোম্পানি। এই কোম্পানির সম্পদের মূল্য যত বাড়ছে, এর প্রতিষ্ঠাতা জেনসেন হুয়াংয়ের সম্পদও তত বাড়ছে। বর্তমানে আমেরিকান এই ব্যবসায়ী ৩ ট্রিলিয়ন বা তিন লাখ কোটি ডলারের কোম্পানির মালিক হলেও, তাইওয়ান বংশোদ্ভূত জেনসেন হুয়াংয়ের জীবনের শুরুটা এতটা মসৃণ ছিল না।

আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের (এআই) বাজারে হার্ডওয়্যার ও সফটওয়্যার তৈরিতে একচেটিয়া ব্যবসা করছে এনভিডিয়া। বিশ্ববাজারে এআইয়ের উচ্চক্ষমতা সম্পন্ন প্রসেসরের মূল উৎস এখন এই প্রতিষ্ঠান, ফলে এবছর কোম্পানিটির শেয়ারের দাম বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। শুধু তাই নয়, গত বছরই এই কোম্পানির শেয়ারের দাম বেড়েছিল প্রায় তিন গুণ, যেখানে মাইক্রোসফটের মতো কোম্পানির শেয়ারের দাম বেড়েছে মাত্র ১০ শতাংশ। শেয়ারের মূল্যবৃদ্ধির ফলে গত মঙ্গলবার (১৮ জুন) বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানির তকমাও অর্জন করে এনভিডিয়া। যদিও সপ্তাহ ঘুরতে না ঘুরতেই, দ্বিতীয় স্থানে নেমে যায় কোম্পানিটি। আর ৬১ বছর বয়সী জেনসেন হুয়াং এই মুহূর্তে ১১তম স্থান থেকে নেমে ফোর্বসের বিলিয়নিয়ার লিস্টে ১১০ দশমিক ৮ বিলিয়ন (২৩ জুন সন্ধ্যা পর্যন্ত) সম্পদমূল্য নিয়ে ১৩তম স্থানে অবস্থান করছেন।

জেনসেন হুয়াং ১৯৬৩ সালে তাইওয়ানের তাইনানে জন্মগ্রহণ করেন। কিন্তু সেখান থেকে পাঁচ বছর বয়সে তার পরিবার থাইল্যান্ডে চলে যায় এবং ৯ বছর বয়সে তাকে ও তার ভাইকে ওয়াশিংটনে এক আত্মীয়ের কাছে পাঠিয়ে দেয়া হয়। যুক্তরাষ্ট্রে যাওয়ার পরপর কেন্টাকির এক বোর্ডিং স্কুলে ভর্তি করা হয় জেনসেনকে। সেই স্কুলটি ছিল এক ধরনের সংশোধনমূলক শিক্ষাপ্রতিষ্ঠান, যেখানে সমস্যাগ্রস্ত কিশোরদের পাঠানো হতো। যদিও বিষয়টি তার অভিভাবকরা জানতেন না।

সেই বোর্ডিং স্কুলে ক্লাসের পর প্রতিদিন জেনসেনকে ছেলেদের বাথরুম পরিষ্কার করার দায়িত্ব দেয়া হতো। তার ভাই সেসময় কাজ করত এক তামাক কারখানায়। একপর্যায়ে তিনি ডেনি নামক এক রেস্টুরেন্টের ওয়েটার হিসেবেও কাজ করেন। এ কাজ তার লজ্জা ও জড়তা কাটাতে সহায়তা করেছে বলে একসময় উল্লেখ করেন তিনি।

পরবর্তীতে ওরেগন স্টেট ইউনিভার্সিটি থেকে ইলেকট্রিক প্রকৌশলে স্নাতক ডিগ্রি লাভ করেন তিনি। এরপর স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেন জেনসেন। পড়াশোনা শেষ করে জেনসেন এলএসআই লজিকের কোরওয়্যারের ডিরেক্টর হিসেবে যোগ দেন।

বছরখানেক চাকরি করার পর ১৯৯৩ সালে ক্রিস মালাচোস্কি ও কার্টিস প্রিমের সঙ্গে এনভিডিয়া প্রতিষ্ঠা করেন জেনসেন। এনভিডিয়ার সিইও ও প্রেসিডেন্ট নিযুক্ত হন তিনি। সে সময় তার বয়স ছিল ৩০। ২০০৭ সালে তার বার্ষিক বেতন ছিল ২৪ দশমিক ৬ মিলিয়ন বা ২ কোটি ৪৬ লাখ ডলার। ফলে ফোর্বস ম্যাগাজিনের তালিকায় তিনি যুক্তরাষ্ট্রের ৬১তম সর্বোচ্চ বেতনভোগী সিইও হিসেবে তালিকাভুক্ত হয়েছিলেন।

বছর কয়েক আগে থেকে এনভিডিয়া এআই চিপ নিয়ে কাজ করা শুরু করে, যা একইসঙ্গে ডেটা বিশ্লেষণ ও প্রক্রিয়াজাত করতে পারে। মেশিন লার্নিং, ভিডিও এডিটিং ও গেমিং অ্যাপ্লিকেশনগুলোর জন্য ডেটাকে উপযোগী করে তোলার মতো কাজগুলো শুরু এই কোম্পানিতে। ফলে প্রযুক্তিজগতে এআইয়ের নতুন সংস্করণ সৃষ্টির কারণে আর্থিকভাবে বিশাল লাভের দেখা মিলতে শুরু হয়।

গত বছরের মে মাসে এনভিডিয়া এআইয়ের আরও উন্নত ও উচ্চক্ষমতার নতুন চিপ নির্মাণের ঘোষণা দেয়। ফলে স্টক মার্কেটে কোম্পানিটির বাজার মূলধন এক ট্রিলিয়ন বা এক লাখ কোটি ডলারে উঠে যায়। সেখান থেকে এক বছরের মধ্যে তাদের বাজার মূলধন তিন ট্রিলিয়ন বা তিন লাখ কোটি ডলার ছাড়িয়ে যায়। তবে এই এনভিডিয়া নিয়েও একসময় বেশ টানা-পোড়েনে পড়েছিলেন জেনসেন। নব্বইয়ের দশকে অংশীদার কোম্পানির সঙ্গে চুক্তি ভেঙে যায় এনভিডিয়ার। ফলে একাধিকবার এই ব্যবসা নিয়ে হিমশিম খেতে হয়েছিল জেনসেনকে। শেষ পর্যন্ত এআইয়ের বদৌলতে ভাগ্যের চাকা ঘুরে যায় জেনসেন হুয়াংয়ের।

যদিও শনিবার জেনসেন হুয়াংয়ের সম্পদমূল্য কমেছে ৩ দশমিক ৬ বিলিয়ন বা ৩৬০ কোটি ডলার। এখন তার সম্পদমূল্য দাঁড়িয়েছে ১১০ দশমিক ৮ বিলিয়ন বা ১১ হাজার ৮০ কোটি মার্কিন ডলার। একসময়ের রেস্টুরেন্টের ওয়েটার স্বপ্নবাজ জেনসেন আজকে শতকোটিপতিদের তালিকায় অনন্য এক নাম।

 

একুশে সংবাদ/ই.ট.প্র/জাহা 

Link copied!