AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্টের ৪৫ বছরের কারাদণ্ড


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০২:৩৪ পিএম, ২৭ জুন, ২০২৪
হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্টের ৪৫ বছরের কারাদণ্ড

মাদককাণ্ডে গ্রেপ্তার হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট ওরলান্ডো হার্নান্দেজকে ৪৫ বছরের কারাদণ্ড দিয়েছেন মার্কিন আদালত। 

গতকাল বুধবার (২৬ জুন) এই রায় দেওয়া হয়। মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত হন্ডুরাসের প্রেসিডেন্ট ছিলেন হার্নান্দেজ। যুক্তরাষ্ট্রের অভিযোগ রাষ্ট্রপ্রধান থাকাকালীন হন্ডুরাসকে একটি মাদক-রাষ্ট্রে পরিণত করেছিলেন তিনি।

কারাদণ্ডের পাশাপাশি ৮০ লাখ মার্কিন ডলার জরিমানাও করা হয়েছে তাকে। হার্নান্দেজ অবশ্য দাবি করেছেন, তিনি নির্দোষ। আত্মপক্ষ সমর্থন করে আদালতে একজন দোভাষীর সাহায্য়ে একথা জানিয়েছেন তিনি।  

বিচারক জানিয়েছেন, ২০০৪ সাল থেকে মাদকচক্রের সঙ্গে যুক্ত সাবেক প্রেসিডেন্ট। ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত সময়ে নির্বাচনে কারচুপির চেষ্টা করেছেন তিনি। শুধু তা-ই নয়, এই পর্বেও তার মূল রোজগারের রাস্তা ছিল মাদক। আদালতে তিনি দারুণ অভিনয় করেছেন বলে দাবি করেছেন বিচারক।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!