শ্রীলঙ্কায় সমুদ্রে মাছ ধরার সময় হঠাৎ ভেসে আসা এক বোতল থেকে পানি পান করে ৪ জেলে মারা গেছেন। সেই বোতলের পানি পান করে গুরুতর অসুস্থ আরও দু’জন। বিবিসি’র এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
শ্রীলঙ্কার নৌবাহিনী সাংবাদিকদের বলেছে, শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলে অবস্থিত শহর টাঙ্গাল থেকে প্রায় ৩২০ নটিক্যাল মাইল দূরে বোতলটি ভেসে এসেছিল বলে জানা গেছে। জেলেরা বোতলে থাকা সেই অজানা তরল পদার্থটিকে মদ ভেবে খেয়েছিলেন।
শ্রীলঙ্কার মৎস্য ও জলজ সম্পদ বিভাগের মহাপরিচালক সুসান্থ কাহাওয়াত্তে বলেছেন, নৌবাহিনী জেলেদের মরদেহ তীরে ফিরিয়ে আনার চেষ্টা করছে। যারা গুরুতর অসুস্থ আছেন তাদেরকে নৌবাহিনীর জাহাজে এনে চিকিৎসা দেয়া হচ্ছে।
শ্রীলঙ্কার নৌবাহিনী স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছে, জেলেদের সেই জাহাজটিকে অন্য একটি জাহাজের সাহায্যে তীরে ফিরিয়ে আনা চেষ্টা চলছে।
একুশে সংবাদ/চ.ট/সা.আ
আপনার মতামত লিখুন :