ভারী বৃষ্টিপাতের কারণে ভারতের মহারাষ্ট্রের একটি রাস্তায় একটি কুমিরকে ঘোরাফেরা করতে দেখা গেছে। যা রীতিমতো অবাক করেছে সেখানকার মানুষদের।
রোববার ( ৩০ জুন) ভারী বৃষ্টিপাতের পর কুমিরকে দেখে স্থানীয়রা।
এই ঘটনাটি ভিডিও করেছেন গাড়িতে বসে থাকা একজন যাত্রী। ভিডিওতে দেখা গেছে, রত্নগিরির চিপলুন এলাকায় ৮ ফুট লম্বা কুমিরটি রাস্তায় ঘুরে বেড়াচ্ছে।
স্থানীয়দের মতে, প্রবল বৃষ্টির কারণে শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া শিব নদী থেকে কুমিরটি বেরিয়ে এসেছে। শিব নদীটিতে অনেক কুমিরের আবাস বলেও জানিয়েছেন তারা।
রত্নাগিরি জেলা ‘মাগার’ প্রজাতির কুমিরের জন্য পরিচিত। চিপলুনসহ রত্নগিরি জেলার বিভিন্ন জায়গায় গত কয়েকদিন ধরে অবিরাম বৃষ্টি হচ্ছে। টানা বর্ষণে জেলার নদ-নদীর পানিও বৃদ্ধি পেয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, রত্নাগিরি জেলায় বৃষ্টি চলবে ২ জুলাই পর্যন্ত।
সূত্র: এনডিটিভি, ইন্ডিয়া টুডে
একুশে সংবাদ/স.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :