ইউক্রেনের ৩৬টি ড্রোন ধ্বংসের দাবি করেছে রুশ বাহিনী। শনিবার রাতে এগুলো রাশিয়ার সীমান্তের কাছাকাছি বিভিন্ন অঞ্চলে ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
টেলিগ্রামে পোস্ট করা মন্ত্রণালয়ের এক বার্তায় বলা হয়, দায়িত্বে থাকা আকাশ প্রতিরক্ষা বাহিনী ব্রায়ানস্ক অঞ্চলে ১৮টি, কুরস্ক অঞ্চলে ৯টি এবং বেলগোরড অঞ্চলে ৯টি ড্রোন ধ্বংস করেছে। এদিকে আরও অস্ত্র সরবরাহের জন্য পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
দেশটির দক্ষিণাঞ্চলে রাশিয়ার হামলায় দুই শিশুসহ সাতজন নিহত হওয়ার পর শনিবার তিনি এই আহ্বান জানান। সেখানে হামলার পর জেলেনস্কি বলেন, “এই যুদ্ধে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কোনও ধরনের বিলম্বের অর্থ হল মানুষের প্রাণহানি।”খবরে বলা হয়, ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় ভিলনিয়ানস্ক শহরে রাশিয়া এই হামলা চালায়। সূত্র: রয়টার্স, এএফপি, মস্কো টাইমস, ভয়েস অব আমেরিকা
একুশে সংবাদ/বা.প্র/হা.কা
আপনার মতামত লিখুন :