প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে লোকসভার স্পিকার ও বিরোধী দলনেতা রাহুল গান্ধীর মধ্যে বেশ ভালোই বিতর্ক হয়েছে সোমবার। স্পিকার ওম বিড়লার কাছে রাহুল গান্ধী জানতে চান, তিনি মোদির সামনে মাথা নোয়ান কেন? স্পিকার সেই প্রশ্নে একটুও বিবৃত না হয়ে জানালেন তার আচরণের কারণ। একই সঙ্গে বললেন, প্রয়োজেনে পা ছুঁতেও আপত্তি নেই তার!
সোমবার সংসদে বক্তৃতা করেন বিরোধী দলনেতা রাহুল। সেই বক্তৃতায় প্রধানমন্ত্রী মোদিকে নানা ‘কটাক্ষবাণে’ বিদ্ধ করেন তিনি। স্পিকার বিড়লার কাছেও অনুযোগ করেন লোকসভার মাইক বন্ধ হয়ে যাওয়া নিয়ে। ওই সংক্রান্ত আলোচনার মধ্যেই হঠাৎ স্পিকারের উদ্দেশে রাহুল প্রশ্ন ছুড়ে দেন। তিনি বলেন, ‘আমি দেখেছি, মোদিজি সামনে এলে আপনি মাথা নত করেন। কেন করেন বলুন তো?’
সাম্প্রতিক উদাহরণ টেনে বিরোধী দলনেতা বলেন, ‘সে দিন আমি এবং মোদিজি দু’জনেই আপনার সঙ্গে হাত মেলালাম। দেখলাম, আমার সঙ্গে হাত মেলানোর সময় আপনি টান টান দাঁড়িয়ে রইলেন। অথচ মোদিজি সামনে আসতেই ঝুঁকে পড়লেন!’ লোকসভা স্পিকার নির্বাচনের দিনই রাহুল এবং মোদি বিড়লাকে অভিনন্দন জানিয়ে হাত মেলান। সেই ঘটনাই স্পিকারকে স্মরণ করিয়ে দিয়ে প্রশ্নটি করেন রাহুল। সঙ্গে সঙ্গেই ‘ইন্ডিয়া’র সংসদ সদস্যরা হইহই করে সমর্থন করেন। পাল্টা আপত্তি তোলেন এনডিএ-র সংসদ সদস্যরা।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও বলেন, রাহুলের প্রশ্নটি আদতে ‘লোকসভার সভাপতিকে দোষারোপের চেষ্টা’। যদিও স্পিকার রাহুলের প্রশ্নের জবাব দেন। রাহুলকে স্পিকার বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী এই সভার নেতা। আমার সংস্কৃতি এবং নীতি আমাকে শিখিয়েছে, যারা বয়সে বড় তাদের সামনে মাথা ঝোঁকাতে হয় এবং যারা আমার সমবয়সি তাদের সমকক্ষ হিসাবে দেখতে হয়।’ একটু থেমে এর পরে স্পিকার বলেন, ‘আমার শিক্ষা এবং নীতি এ-ও বলে যে, বড়দের সামনে শুধু মাথাই নোয়াব না, প্রয়োজন পড়লে নিচু হয়ে তাদের পা-ও ছুঁব।’
একুশে সংবাদ/যু/হা.কা
আপনার মতামত লিখুন :