দক্ষিণ আফ্রিকায় জোট সরকার গঠিত হয়েছে। রবিবার দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা মন্ত্রণালয় বন্টনসহ নতুন জোট সরকারের ঘোষণা দিয়েছেন। মে মাসের নির্বাচনে তাঁর দল ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) একক সংখ্যাগরিষ্ঠতা হারায়। এর ফলে একাধিক দল নিয়ে জোট সরকার গঠন করতে বাধ্য হন রামাফোসা।
দেশটির নতুন মন্ত্রিসভার ৩২টি পদের মধ্যে এএনসি পেয়েছে ২০টি। ডেমোক্রেটিক অ্যালায়েন্স (ডিএ) দলকে দেওয়া হয়েছে ছয়টি এবং বাকি ছয়টি পদ ছোট শরিক দলগুলোর মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :