AB Bank
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যুক্তরাজ্য নির্বাচনে প্রথমবারের মতো ভোট দিচ্ছেন অভিবাসীরা


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৭:৩২ পিএম, ৩ জুলাই, ২০২৪
যুক্তরাজ্য নির্বাচনে প্রথমবারের মতো ভোট দিচ্ছেন অভিবাসীরা

যুক্তরাজ্যে পার্লামেন্ট নির্বাচনে প্রথমবারের মতো ভোট দেয়ার সুযোগ পাচ্ছেন অভিবাসীরা। এতে বেশ উচ্ছ্বসিত তারা।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, বৃহস্পতিবার (৪ জুলাই) যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনের অন্যতম আকর্ষণীয় বিষয় অভিবাসীদের ভোট প্রদান। 

পার্লামেন্ট নির্বাচনে অভিবাসীদের মধ্যে কমনওয়েলথ দেশগুলোর শরণার্থী এবং অভিবাসীরা ভোট দিতে পারবেন। কমনওয়েলথ দেশগুলো হলো, সাবেক ব্রিটিশ সাম্রাজ্যের অঞ্চল। এর মধ্যে নাইজেরিয়া, ভারত এবং মালয়েশিয়া থেকে আগত অভিবাসীরা ব্রিটিশ নির্বাচনে ভোট দেয়ার যোগ্য৷

স্টুডেন্ট ভিসায় গত বছর যুক্তরাজ্যে যান ভারতীয় শিক্ষার্থী প্রথেশ পালরাজ (২৭)। তিনি এক সাক্ষাৎকারে রয়টার্সকে বলেন, ‘ভারতে যখন নির্বাচন হচ্ছিল তখন আমি যুক্তরাজ্যে থাকায় সেখানে অংশ নিতে পারিনি। কিন্তু এখন যুক্তরাজ্যে থেকে অভিবাসী হিসেবেই নির্বাচনে অংশ নিতে পারছি বলে আনন্দিত।’  

পাঞ্জাক নামের আরেক অভিবাসী বলেন, ‘আমার দেশে বিদেশিদের ভোট দেয়ার অনুমতি নেই। কিন্তু যুক্তরাজ্যে আমি স্টুডেন্ট ভিসায় এসেও ব্রিটিশ নাগরিকদের মতো ভোট দিতে পারছি।’

উল্লেখ্য, কয়েক বছর ধরে যুক্তরাজ্যের রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে অভিবাসী ইস্যু। ব্রিটেনের প্রধানমন্ত্রী কনজারভেটিভ দলের বর্তমান শীর্ষ নেতা ঋষি সুনাক অবশ্য সম্প্রতি কিছু পদক্ষেপ নিয়েছেন। যেমন- অভিবাসী আগমণ সংক্রান্ত বিধি কঠোর করা, অবৈধ অভিবাসনপ্রত্যাশীদের রুয়ান্ডা পাঠানো ইত্যাদি। কিন্তু বাস্তবে এসব পদক্ষেপ কতটা কার্যকর হবে, তা নিয়ে সংশয়ে রয়েছে খোদ কনজারভেটিভ পার্টি।

এছাড়া বেসরকারি বিভিন্ন জরিপ বলছে, এবারের নির্বাচনে জয়ের মধ্যে দিয়ে ১৫ বছর পর ফের ক্ষমতায় আসতে যাচ্ছে লেবার পার্টি।

 

একুশে সংবাদ/এনএস

Link copied!