AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বোমা বিস্ফোরণে পাকিস্তানের সাবেক এমপিসহ নিহত ৫


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১১:১৫ এএম, ৪ জুলাই, ২০২৪
বোমা বিস্ফোরণে পাকিস্তানের সাবেক এমপিসহ নিহত ৫

পাকিস্তান-আফগান সীমান্তে রিমোট নিয়ন্ত্রিত বোমা বিস্ফোরণে পাকিস্তানের সাবেক সংসদ সদস্য হিদায়েতউল্লাহ খানসহ অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে।

পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন জানিয়েছে, বুধবার (৩ জুলাই) পাকিস্তানের উত্তর বাজুর জেলায় এই ঘটনা ঘটে। আদিবাসী প্রধান ওই অঞ্চলে স্থানীয় নির্বাচনের আগে সাবেক সাংসদ হিদায়েতউল্লাহ খান নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন।

স্থানীয় পুলিশের মুখপাত্র বাখর মুনির জানিয়েছে, রিমোটের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়েছে। হিদায়েতউল্লাহ খানের তার গাড়িটি বিস্ফোরণের ফলে উড়ে যায়। ঘটনায় তার দুই সহকর্মী ও দুইজন পুলিশও মারা গেছেন।

স্থানীয় পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, এই ঘটনার তদন্ত চলছে। কী ধরণের বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল, তাও খতিয়ে দেখা হচ্ছে। সম্প্রতি এই অঞ্চলে সন্ত্রাসীরা তাদের কার্যকলাপ বাড়িয়েছে।

বাজুর জেলাটি আফগানিস্তানের তালেবানের সহযোগী তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) শক্ত ঘাঁটি। তবে গত বুধবারের এই বিস্ফোরণের দায় অস্বীকার করেছে টিটিপি।

পাকিস্তানের প্রেসিডেন্ট জারদারি এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ঘটনার নিন্দা করেছেন।

 

একুশে সংবাদ/চ.আ/সা.আ

Link copied!