গাজায় নতুন করে হামলা শরু করেছে ইসরায়েল। দেশটি নতুন করে এলাকা খালি করার নির্দেশ দেওয়ার পর আবার অভিযান শুরু করেছে। এ অভিযান শুরুর পর গাজায় প্রাণ গেছে ইসরায়েলের ১০ সেনার।
শুক্রবার (০৫ জুন) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চত হওয়া গেছে।
ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেড জানিয়েছে, গাজায় ইসরায়েলের ১০ সেনা নিহত হয়েছে। সুজাইয়া এলাকায় চালানো অভিযানে তারা নিহত হয়েছে।
গোষ্ঠীটি জানিয়েছে, ইসরায়েলের এ সেনারা একটি ভবনের ভেতরে ছিলেন। এ সময় তাদের লক্ষ্য করে হামলা চালায় হামাসের যোদ্ধারা।
টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে আল-কাসেম ব্রিগেড জানিয়েছে, ইসরায়েলি সেনাদের দখলে থাকা ভবনটিতে টিবিজি রকেট দিয়ে হামলা চালনো হয়েছে। এরপর ভবনে প্রবেশ করেছে হামাসের যোদ্ধারা। হামলার পর বাকি সেনাদের দূর থেকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি।
এদিকে হামাস জানিয়েছে, ইসরায়েলি সেনাদের একটি মারাকোভা-৪ ট্যাংকে হামলা চালিয়েছে তারা। ইয়াসিন-১০৫ রকেট দিয়ে এ ট্যাংকে হামলা চালানো হয়েছে।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে গাজায় আবার হামলা শুরু করেছে ইসরায়েল। অঞ্চলটি থেকে হামাসের যোদ্ধাদের নির্মূল করার দাবি করে এলাকা ছেড়েছিল সেনারা। তবে এলাকাটিতে ফিরে এসে আবার অভিযান চালাচ্ছে ইসরায়েল।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :