যুক্তরাষ্ট্রের ২৪৮তম স্বাধীনতা দিবস (৪ জুলাই) ব্যতিক্রমীভাবে উদযাপন করেন ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গ। নিজের দেশের পতাকা নিয়ে সমুদ্রে সার্ফিং করার একটি ভিডিও প্রকাশ করেন তিনি। ভিডিওটি প্রকাশের পর দ্রুতই ভাইরাল হয়ে যায়। তবে জাকারবার্গের ভিডিওটি নিয়ে খোঁচা দিতে ভুললেন না তার ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী ইলন মাস্ক।
জাকারবার্গের ভিডিওতে দেখা যায়, চেইন নেকলেস ও স্যুট পরে সমুদ্রে সার্ফিং করছেন তিনি। সেই সঙ্গে মেটার রে-ব্যান স্মার্ট সানগ্লাস চোখে পরে পতাকা নাড়ছেন। এক্স প্ল্যাটফর্মেও এই ভিডিও অনেকেই শেয়ার করেছেন। এমনই এক পোস্টের রিঅ্যাকশনে জাকারবার্গকে নিয়ে মশকরা করেন ইলন মাস্ক। ইলন মাস্ক ঠাট্টা করে বলেন, `সে তার ইয়টগুলোতে মজা করতে থাকুক। আমি আমার কাজ করি।`
একুশে সংবাদ/ ই/হা.কা
আপনার মতামত লিখুন :