ভারতের গুজরাটের সুরাটে বহুতলবিশিষ্ট একটি আবাসন ভবন ধসে পড়েছে। এময় ছয় তলা ভবনটি ভেঙে আহত হয়েছেন অন্তত ১৫ জন।
শনিবার (৬ জুলাই) এক প্রতিবেদনে এই খবর জানায় আনন্দবাজার পত্রিকা অনলাইন।
এতে বলা হয়, সুরাটের সচিন পালি গ্রামে এই বহুতল ভবনটি ভেঙে পড়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও দমকল বাহিনী। উদ্ধারের চেষ্টা চলছে।
গত কয়েক দিন ধরে সুরাটে ভারী বৃষ্টিপাত হচ্ছে। দমকল বাহিনীর প্রাথমিকভাবে ধারণা করছে, বৃষ্টির কারণে ভবনটি ভেঙে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়িটি অনেক বছরের পুরনো। জীর্ণ হয়ে পড়েছিল ভবনটি। সেখানে ভাড়ায় থাকত অনেক পরিবার।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :