ব্রিটিশ লেখক মেরি শেলির বিখ্যাত ধ্রুপদী উপন্যাস ‘ফ্রাঙ্কেনস্টাইন’–এর প্রথম সংস্করণের দুর্লভ তিনটি কপি এখনও টিকে আছে। তার মধ্যে একটি কপি সম্প্রতি নিলামে বিক্রি হয়েছে ৮ লাখ ৪৩ হাজার ৬৭০ মার্কিন ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় ৯ কোটি ৮৮ লাখ ৮৬ হাজার ৫৮৭ টাকার সমান।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, মেরি শেলির ফ্রাঙ্কেনস্টাইন অর দ্য মডার্ন প্রমিথিউস উপন্যাসটি ১৮১৮ সালে প্রকাশিত হয়েছিল। বইটির একটি দুর্লভ সংস্করণ উইলিয়াম স্ট্রুটজ নামের এক ব্যক্তির ব্যক্তিগত সংগ্রহে ছিল। সেটিই গত ২৭ জুন নিলামে বিক্রি হয়েছে। বাকি দুটি কপি রয়েছে নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরিতে।
নিলাম হাউস রেয়ার বুকস অ্যান্ড ম্যানুস্ক্রিপটসের পরিচালক ফ্রান্সিস ওয়াহলগ্রেন বলেন, ‘দীর্ঘ ৬০ বছর ধরে এই দুর্লভ বইটি উইলিয়াম স্ট্রুটজের সংগ্রহে ছিল। বইটি বিপুল অর্থে নিলামে বিক্রি হলো। এটি নিঃসন্দেহে একটি ঐতিহাসিক ঘটনা।’
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডলাসে গত ২৭ জুন অনুষ্ঠিত নিলামে আরও তিনটি বই বিক্রি হয়েছে। একটি এফ স্কট ফিটজগেরাল্ডের লেখা ‘দ্য গ্রেট গ্যাটসবি’ আরেকটি জেআরআর টলকিয়েনের ‘হবিট’ এবং হেনরি ডেভিড থোরোর ‘ওয়াল্ডেন অর লাইফ ইন দ্য উডস’।
১৯২৫ সালের দ্য গ্রেট গ্যাটসবি বিক্রি হয়েছে ৪ লাখ ২৫ হাজার ডলারে এবং হবিট বিক্রি হয়েছে ৩ লাখ মার্কিন ডলারে। এ ছাড়া ওয়াল্ডেন অর লাইফ ইন দ্য উডস বিক্রি হয়েছে ২ লাখ ৭৫ হাজার মার্কিন ডলারে।
স্ট্রুটজের ছেলে কলিন বলেন, ‘বাবা এই বইটি ১৯৭৫ সালে কিনেছিলেন বলে আমরা জেনেছি। তাঁর সংগ্রহে থাকা বইটি বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে দেখে ভালো লাগছে।’
একুশে সংবাদ/চ.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :