AB Bank
ঢাকা রবিবার, ০৬ অক্টোবর, ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

স্ত্রীকে চুমু খাওয়ায় জরিমানা


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০২:১৩ পিএম, ৮ জুলাই, ২০২৪
স্ত্রীকে চুমু খাওয়ায় জরিমানা

প্রতিযোগিতা চলছে। সাইকেল নিয়ে ছুটছেন একের পর এক প্রতিযোগী। রাস্তার দুই পাশের দর্শকেরা করতালি দিয়ে তাঁদের উৎসাহ দিচ্ছেন। সেই দলে ছিলেন স্ত্রীও। স্ত্রীকে দেখে হঠাৎ সাইকেল থামিয়ে দিলেন ফরাসি সাইক্লিস্ট জুলিয়ঁ বেহনার্দ। জড়িয়ে ধরে চুমু খেলেন।

ঘটনাটি ঘটেছে গত শুক্রবার ফ্রান্সের বারগান্ডি অঞ্চলে ট্যুর ডি ফ্রান্সের সপ্তম পর্যায়ের প্রতিযোগিতায়। এ চুমুকাণ্ডের জন্য বেহনার্দকে জরিমানা গুনতে হয়েছে; চাইতে হয়েছে ক্ষমাও। ওই প্রতিযোগিতায় ২৩ দশমিক ৩ কিলোমিটারের টাইম ট্রায়ালে দ্রুতগতিতে সাইকেল চালাতে হয়। প্রতিযোগিতা শুরুর কিছু সময় পর রাস্তায় সমর্থকদের সঙ্গে বেহনার্দের দেখা হয়ে যায়। বন্ধুরা তাঁর দিকে দৌড়ে যান। সেই দলে তাঁর স্ত্রীও ছিলেন। স্ত্রী কিছুটা এগিয়ে গেলে তাঁকে জড়িয়ে ধরে চুমু খান বেহনার্দ।

এ ঘটনায় বেহনার্দ ‘প্রতিযোগিতা চলাকালে অসদাচরণের মাধ্যমে খেলার ভাবমূর্তি নষ্ট করেছেন’ বলে অভিযোগ তোলে ইন্টারন্যাশনাল সাইক্লিং ইউনিয়ন (ইউসিআই)। এ জন্য শনিবার তাঁকে ২০০ সুইস ফ্রাঁ (২২৩ মার্কিন ডলার) জরিমানা করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বেহনার্দ ‘খেলার ভাবমূর্তি নষ্ট করার জন্য’ ইউসিআইয়ের কাছে ক্ষমা চেয়েছেন। তবে তিনি এ–ও বলেছেন যে তিনি ‘মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে প্রতিদিন জরিমানা দিতে রাজি আছেন’।

এর আগেও একই ধরনের নিয়ম ভাঙার কারণে কিছু প্রতিযোগীকে সমপরিমাণ জরিমানা দিতে হয়েছে। প্রতিযোগিতা শেষে একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বেহনার্দ বলেন, প্রিয় মানুষদের সঙ্গে ওই মুহূর্ত তাঁর ক্যারিয়ারের সেরা সময় হয়ে থাকবে। তিনি বলেন, ‘এটা ছিল অসাধারণ। আমার স্ত্রী কয়েক সপ্তাহ ধরে বন্ধুদের সঙ্গে মিলে এটার (প্রতিযোগিতা) জন্য কাজ করেছে।’

একুশে সংবাদ/প্র.আ/হা.কা

 

Link copied!