পাকিস্তানের পেশাওয়ার বিমানবন্দরে সৌদি আরবের একটি উড়োজাহাজ অবতরণের সময় আগুন লেগে যায়। আজ বৃহস্পতিবার পেশাওয়ারের বাচা খান আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে। তবে উড়োজাহাজটি থেকে ২৭৬ যাত্রী ও ২১ ক্রুকে নিরাপদে বের করে আনা হয়েছে।
জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, বিমানবন্দর কর্তৃপক্ষ ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে উড়োজাহাজটিতে থাকা সবাইকে নিরাপদে উদ্ধার করে। দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে বলে জানিয়েছে দেশটির সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ (সিএএ)।
এক বিবৃতিতে সিএএ জানায়, আজ সকালে পেশোয়ার বিমানবন্দরে অবতরণের পর একটি আন্তর্জাতিক বিমানের ফ্লাইট রানওয়ের কাছে নামার সময় বাম দিকের ল্যান্ডিং গিয়ারে ধোঁয়া দেখা যায়। পরে সেখানে আগুন ধরে যায়। তাৎক্ষণিকভাবে উদ্ধারকারী দলকে খবর দেওয়া হয়। তারা দ্রুত এসে আগুন নেভাতে সক্ষম হয়। এতে করে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায়।
একটি ভিডিওতে দেখা যায়, দুই শতাধিক আরোহী নিয়ে থাকা উড়োজাহাজটির নিচ থেকে ধোঁয়া বের হচ্ছে। পাকিস্তানের সামা টিভির প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের রিয়াদ থেকে রওনা হয়ে পাকিস্তানের পেশাওয়ারে পৌঁছায় উড়োজাহাজটি। ইমার্জেন্সি স্লাইড ব্যবহার করে ধীরে ধীরে যাত্রীদের উড়োজাহাজ থেকে নামানো হয়। এ ঘটনায় আহত কয়েকজন যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সিএএ’র মুখপাত্র সাইফুল্লাহ জানান, উদ্ধারকর্মীরা যথাসময়ে কাজ করেন এবং তাৎক্ষণিকভাবে ল্যান্ডিং গিয়ারে আগুন নিয়ন্ত্রণে এনে একটি বড় দুর্ঘটনার হাত থেকে উড়োজাহাজটিকে রক্ষা করে। সৌদি আরব ও বিমান কর্তৃপক্ষ জানায়, আগুন লাগার সঙ্গে সঙ্গেই উড়োজাহাজটি থামিয়ে দেওয়া হয়েছে। উড়োজাহাজটির ত্রুটি পরীক্ষা ও মেরামতের কাজ চলছে। পেশোয়ার বিমানবন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, বিমানবন্দরটি সম্পূর্ণভাবে চালু রয়েছে এবং সব ফ্লাইট নির্ধারিত সময় অনুযায়ী চলাচল করছে।
একুশে সংবাদ/ আ.স/হা.কা
আপনার মতামত লিখুন :