মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৩ ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় এক প্রবাসী বাংলাদেশি আহত হয়েছেন।
শুক্রবার (১২ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সেলাঙ্গর রাজ্যের শাহ আলমের নিউ ক্লাং ভ্যালির এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, কয়েকজন প্রবাসী শ্রমিক বহনকারী একটি মোটরগাড়ি দামানসারা থেকে ক্লাংয়ের দিকে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা খায় গাড়িটি এবং মুহূর্তেই দুমড়ে মুচড়ে যায়। ফলে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনজন। আহত হন এক বাংলাদেশি। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়। হতাহতদের সবার বয়স ২৪ থেকে ২৯ বছরের মধ্যে।
গাড়িচালককে আটক করা হয়েছে। তার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। তবে বয়স ২০ বছর বলে জানানো হয়েছে। এই ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :