ভারতের সর্বশেষ লোকসভা নির্বাচনে ব্যাপক প্রচার কার্যক্রম করে সবগুলো দল। তবে ক্ষমতাসীন বিজেপি ছিল প্রচারে সবচেয়ে এগিয়ে। গুগল বিজ্ঞাপনেই তারা খরচ করেছে ১১৬ কোটি রুপি, বাংলাদেশি মুদ্রায় যা ১৬২ কোটি টাকারও বেশি। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়ার এর এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে মে মাসের মধ্যে বিজেপি গুগলে ভিডিও এবং ইমেজ ফরম্যাটে ১ লাখ ৮৪ হাজার ২৪৭টি বিজ্ঞাপন দিয়েছে। এর মধ্যে বেশি জোর দেওয়া হয় ভিডিও বিজ্ঞাপনগুলিতে। এজন্য ৮৮ কোটি রুপি খরচ করে বিজেপি। সেই তুলনায় ইমেজ ফরম্যাটে কম টাকার বিজ্ঞাপন দেওয়া হয়। এজন্য খরচ হয়েছে ২৮ কোটি রুপি।
তবে ডিজিটাল মাধ্যমে এত বিপুল প্রচারেও সাড়া পায়নি বিজেপি। এবারে তাদের প্রচারে মূল স্লোগান ছিল ‘ইস বার চারস পার’ অর্থাৎ এবার ৪০০ আসনের বেশি অর্জন ছিল তাদের ঘোষণা। অথচ বিজেপি এবার ২৫০ আসনও নিশ্চিত করতে পারেনি।
অন্যদিকে ডিজিটাল মাধ্যমে বিজ্ঞাপনের জন্য ৩৯ কোটি রুপি খরচ করে কংগ্রেস। তাদের ৪০টি ভিডিও বিজ্ঞাপন ১ কোটি ভিউ হয়। মোট ৩ হাজার ৮১১টি বিজ্ঞাপন দেয় তারা। তবে বিজেপির ১৪০টি ভিডিও বিজ্ঞাপন ১ কোটি ভিউয়ের মাইলফলক অতিক্রম করেছে। সেই তুলনায় কংগ্রেসের ভিডিওর ওয়াচ টাইম ছিল অনেক কম। তবে মূল লড়াইয়ে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট ছিল লোকসভায় দারুণ সফল। নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপির একক ক্ষমতা ঠেকিয়ে দিয়েছে তারা।
একুশে সংবাদ/আ.স/হা.কা
আপনার মতামত লিখুন :