পণ্য রপ্তানি বাড়াতে পূর্ব ভারতের বন্দরগুলোর দিকে নজর দিচ্ছে বাংলাদেশ। নতুন বাণিজ্য সুবিধা পেতে ঢাকার একটি প্রতিনিধি দল ইতোমধ্যে কলকাতা সফর করেছে। ভারতের এসব বন্দর ব্যবহার করে বাংলাদেশ কম খরচ ও সময়ে বাণিজ্য করতে পারবে। তাছাড়া দু’দেশের সামুদ্রিক সংযোগে খুলবে নতুন দুয়ার। পিটিআইর বরাত দিয়ে খবরটি দিয়েছে দ্য ইকোনমিক টাইমস।
নৌ-পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এস এম মোস্তফা কামালের নেতৃত্বে বাংলাদেশের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, বেসরকারি স্টেকহোল্ডার এবং বন্দরগুলোর প্রতিনিধিদের সমন্বয়ে ১৩ সদস্যের প্রতিনিধি দল গত ৯ থেকে ১২ জুলাই সফরে কলকাতার শ্যামা প্রসাদ মুখার্জি বন্দর (এসএমপি) পরিদর্শন করে। প্রতিনিধিদলটি তামিলনাড়ুর চেন্নাই, বিশাখাপত্তনম এবং অন্ধ্রপ্রদেশের কৃষ্ণপত্তনম বন্দরও পরিদর্শন করেছে।
সফরের লক্ষ্য, ভারতের কৌশলগত অবস্থান ও অবকাঠামোকে কাজে লাগিয়ে বাংলাদেশ এসএমপি বন্দরের মাধ্যমে তৃতীয় কোনো দেশে বাংলাদেশের পণ্য রপ্তানি করতে চায়। এজন্য রপ্তানি পণ্য পরিবহনের সম্ভাব্যতা মূল্যায়ন করতে প্রতিনিধি দলটি ভারত সফর করে।
একুশে সংবাদ/স/হা.কা
আপনার মতামত লিখুন :