AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাইডেন সরে গেলে দেশ ও দলের জন্য ভালো: চাক শুমার


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১১:২১ এএম, ১৮ জুলাই, ২০২৪
বাইডেন সরে গেলে দেশ ও দলের জন্য ভালো: চাক শুমার

মার্কিন সিনেটের সংখ্যাগরিষ্ঠ ডেমোক্রেটিক পার্টির নেতা চাক শুমার বলেছেন, পুনর্নির্বাচনের প্রচার থেকে প্রেসিডেন্ট জো বাইডেনের সরে যাওয়া দেশ ও দলের জন্য ভালো হবে। প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে গত শনিবার বৈঠক করেন চাক শুমার। সেই বৈঠকে এ কথা বাইডেনকে জানিয়েছেন এই প্রভাবশালী ডেমোক্র্যাট নেতা। গতকাল বুধবার এক প্রতিবেদনে এবিসি নিউজ এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, শুধু চাক শুমার নন, মার্কিন কংগ্রেসের ডেমোক্রেটিক পার্টির নেতা হাকিম জেফরিসও একই মতামত সরাসরি বাইডেনকে জানিয়েছেন। তাঁদের এ কথোপকথনের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র এবিসি নিউজকে এ কথা জানিয়েছে। সংবাদমাধ্যমে এ খবর প্রকাশের পর চাক শুমারের দপ্তর এক বিবৃতিতে জানায়, প্রতিবেদনটি নিছকই অলস অনুমানমাত্র। চাক শুমার তাঁর ককাসের মনোভাব সরাসরি প্রেসিডেন্ট বাইডেনের কাছে শনিবার পৌঁছে দিয়েছেন।

অন্যদিকে রয়টার্সের পক্ষ থেকে হাকিম জেফরিসের দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। যদিও তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গতকালই বাইডেনকে নির্বাচনী লড়াই থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন ডেমোক্রেটিক পার্টির কংগ্রেস সদস্য অ্যাডাম সচিফ। এ নিয়ে কংগ্রেসে ডেমোক্রেটিক পার্টির ২০ সদস্য প্রকাশ্যে বাইডেনকে সরে যেতে বললেন।

আসছে নভেম্বরে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ডেমোক্রেটিক পার্টি থেকে লড়ছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। আর রিপাবলিকান পার্টি থেকে লড়ছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ২৭ জুন বাইডেন ও ট্রাম্প বিতর্কে মুখোমুখি হন। এতে ৮১ বছর বয়সী বাইডেন ছিলেন অনেকটাই স্লান। ট্রাম্পের প্রশ্নবাণে জর্জর বাইডেন জোরালোভাবে কোনো উত্তর দিতে পারেননি। এর পর থেকে নিজ দলের ভেতরে–বাইরে থেকে বাইডেনের প্রার্থিতা প্রত্যাহারের দাবি উঠতে শুরু করে।

একুশে সংবাদ/প্র.আ/হা.কা

 

 

 

 

 

 

Link copied!