শ্রীলঙ্কায় করোনা কালে সৎকারে বাধ্যতামূলক লাশ পোড়ানোর নির্দেশ দেয়ায় মুসলিমদের কাছে ক্ষমা চেয়েছে দেশটির সরকার।
মঙ্গলবার (২৩ জুলাই) সরকারি এক বিবৃতিতে বলা হয়, মন্ত্রিসভা কোভিড-১৯ মহামারির সময় বাধ্যতামূলক লাশ পোড়ানোর বিষয়ে ক্ষমা চেয়েছে।
করোনায় মৃতদের মুসলিম রীতিতে কবর দেয়াকে নিরাপদ বলেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
ইসলাম ধর্ম অনুযায়ী, মৃতদের মক্কার দিকে মুখ করে কবর দেয়া হয়। অপরদিকে, বৌদ্ধ ও হিন্দুদের মৃতদেহ সৎকারে পোড়ানো হয়।
এদিকে মুসলিম কাউন্সিল অব শ্রীলঙ্কার হিলমি আহমেদ বার্তা সংস্থা এএফপিকে বলেন, আমরা দুই শিক্ষাবিদ - মেথথিকা বিথানেগে এবং চন্না জয়সুমানার বিরুদ্ধে মামলা করব। তারাই তখন লাশগুলো পোড়ানোর জন্য বাধ্য করেছিল। আমরা ক্ষতিপূরণও চাইব।
করোনা মহামারিকালে লাশ পোড়ানোর জন্য শ্রীলঙ্কার তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের প্রশাসন জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর সমালোচনার মুখে পড়ে। চলতি মাসে প্রকাশিত একটি বইয়ে এ প্রসঙ্গে গোতাবায়া নিজের পক্ষে সাফাইও গেয়েছেন।
তিনি জানিয়েছেন, বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে তখন লাশ পোড়ানোর আদেশ দেয়া হয়েছিল।
একুশে সংবাদ/স.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :