ইথিওপিয়ায় ভয়াবহ ভূমিধসের ঘটনায় কমপক্ষে ২২৯ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। গত রোববার এবং সোমবার ভারী বৃষ্টিপাতের পর এ ভূমিধসের ঘটনা ঘটে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। দুটি পৃথক ভূমিধসে এই প্রাণহানির ঘটনা ঘটে।
দেশটির প্রধানমন্ত্রী এ ঘটনাকে ‘ভয়াবহ ক্ষতি’ বলে অভিহিত করেছেন।
দক্ষিণ ইথিওপিয়ার গোফা জোনের কেনচো শাচা গোজদি জেলায় নিহতের মধ্যে অল্পবয়সী শিশু এবং গর্ভবতী নারীও ছিলেন বলে স্থানীয় প্রশাসক দাগমাউই আয়েলে জানিয়েছেন। এ ঘটনায় অন্তত পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে সরকারি মালিকানাধীন ইথিওপিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন (ইবিসি) জানিয়েছে। তারা চিকিৎসাধীন রয়েছেন এবং এখনও উদ্ধার অভিযান চলছে।
দেশটির গোফা জোনের প্রত্যন্ত অঞ্চলে ভারী বৃষ্টিপাতের ফলে প্রথম ভূমিধসের ঘটনা ঘটে গত রবিবার। আশপাশের কয়েকটি গ্রামের বাসিন্দা, স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও পুলিশ মাটির নিচে চাপা পড়া ব্যক্তিদের উদ্ধারে কাজ শুরু করেন। এদিকে, উদ্ধার কার্যক্রম চলাকালে সোমবার সকালে দ্বিতীয় ভূমিধসের ঘটনা ঘটে। এতে বহু মানুষ মাটির নিচে আটকা পড়েন।
গোফা জোনের যোগাযোগ অফিসের প্রধান কাসাহুন আবায়েনেহ বলেন, ওই এলাকায় অনুসন্ধান অভিযান অব্যাহত রয়েছে। গোফা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান মার্কোস মেলিসে জানান, এখন পর্যন্ত ২২৯টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১৪৮ জন পুরুষ এবং ৮১ জন নারী।
একুশে সংবাদ/কা.ক/সা.আ
আপনার মতামত লিখুন :