হামাসের হাতে আটক নারী জিম্মিদের ফিরিয়ে আনার সময় ফুরিয়ে যাচ্ছে বলে সতর্ক করেছেন মোসাদ প্রধান ডেভিড বার্নেয়া। তবে তিনি বিশেষভাবে কেন নারীদের ওপর আলোকপাত করেছেন, তা স্পষ্ট নয়। ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভার এক বৈঠকে তিনি এ কথা বলেছেন। বৈঠকে উপস্থিত অন্যরাও দ্রুত চুক্তির প্রয়োজনীয়তাকে সমর্থন জানিয়েছেন।
মোসাদ প্রধান বলেন, হামাসের হাতে আটক তরুণী জিম্মিদের মুক্ত করতে আলোচনায় সমঝোতার জন্য অপেক্ষা করার মতো সময় নেই। বুধবার হিব্রু ভাষার সংবাদমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার এই বৈঠক অনুষ্ঠিত হয়। টাইমস অব ইসরাইল এ খবর জানিয়েছে। তিনি বলেন, আলোচনায় সমঝোতা হতে কয়েক সপ্তাহ লাগতে পারে। জিম্মিদশায় থাকা মেয়েদের অপেক্ষা করার সময় নেই।
জিম্মি থাকা নারীরা ধর্ষণের শিকার হতে পারেন বলে শঙ্কায় মন্ত্রী গিলা গামলিয়েল বলেছেন, নারীরা ৯ মাস পর জন্ম দিতে পারেন। এটি একটি বিপর্যয়, যা থেকে পুনরুদ্ধার করা যায় না। মন্ত্রী গামলিয়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচের হুমকিকে উপেক্ষা করতে চাপ দিয়েছেন।
একুশে সংবাদ/যু/হা.কা
আপনার মতামত লিখুন :