তুমুল বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের মহারাষ্ট্র। গত বুধবার থেকে রাজ্যটিতে বৃষ্টি শুরু হয়েছে। ইতোমধ্যে পানিতে ডুবেছে পুনে। পাশাপাশি মুম্বাইয়ের অনেক এলাকায় পানি জমেছে। প্রবল বৃষ্টির জন্য মুম্বাই বিমানবন্দর দুই দফায় আধঘণ্টা বন্ধ রাখা হয়েছিল। সেইসঙ্গে ১১টি বিমান বাতিল করা হয়েছে। খবর ডয়চে ভেলের।
খবরে বলা হয়েছে, পশ্চিম মহারাষ্ট্র, কোঙ্কন এবং বিদর্ভে প্রবল বৃষ্টি হয়েছে। থানে, পালঘর, কল্যাণ, কোলাপুর, পুনে, রায়গড়সহ অনেক শহরে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রায়গড়, সাতারা এবং রত্নাগিরি জেলার জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এছাড়া মুম্বাইয়ের জন্যও রেড অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া দপ্তর। শুক্রবারও মুম্বাইতে প্রবল বৃষ্টির সম্ভাবনা আছে। এর পরিপ্রেক্ষিতে সব স্কুল-কলেজ বন্ধ রাখা হয়েছে। পুলিশ জানিয়েছে, মানুষ যেন খুব জরুরি দরকার না হলে বাড়ির বাইরে না যান।
ইতোমধ্যে পুনেতে ছয়জন মারা গেছেন। এরমধ্যে তিনজন মারা গেছেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে তার জন্য অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে।
একুশে সংবাদ/ই/হা.কা
আপনার মতামত লিখুন :