স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়াকে ইরানের তেহরানে হত্যা করা হয়েছে। তবে তার মতাদর্শকে হত্যা করা যায়নি বলে মন্তব্য করেছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।
আলজাজিরা এক প্রতিবেদনে বলা হয়, হামাসের প্রধান ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডে গভীর শোক প্রকাশ করেছেন মাহাথির মোহাম্মদ।
হত্যাকাণ্ডে ইসরাইলকে দায়ী করে বলেন, দেশটি হানিয়াকে ভয় পেয়েছে বলেই তার মতো একজন ‘মহান ব্যক্তিকে’ হত্যা করেছে।
হানিয়া একজন বিবেকবান এবং সাহসী মানুষ ছিলেন বলে উল্লেখ করেন মাহাথির। তার নীতি-নৈতিকতা মানবতা এবং ধর্মীয় বিশ্বাসের ওপর ভিত্তি করে ছিল। তিনি অত্যন্ত সাহসিকতার সঙ্গে মানুষের পক্ষে দাঁড়িয়েছিলেন।
তিনি আরও বলেন, হত্যাকারীরা হানিয়াকে প্রাণে মারতে পারে; তবে তার মতাদর্শকে হত্যা করতে পারেনি।
মাহাথির মালয়েশিয়ায় ১৯৮১ থেকে ২০২০ সাল পর্যন্ত ধাপে ধাপে ২৪ বছর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :