AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কমলা হ্যারিসকে ভোট দিতে চান ট্রাম্পের ভাতিজা


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৭:৪১ পিএম, ১ আগস্ট, ২০২৪
কমলা হ্যারিসকে ভোট দিতে চান ট্রাম্পের ভাতিজা

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিতে চান না তার ভাতিজা ফ্রেড ট্রাম্প তৃতীয়। তার বদলে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে দেবেন তিনি। সংবাদমাধ্যম এবিসির এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়।
প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের ভাতিজা ফ্রেড ট্রাম্প একটি বই লিখছেন। যার নাম ‘অল ইন দ্য ফ্যামিলি: দ্য ট্রাম্পস অ্যান্ড হাউ উই গট দিস ওয়ে’। সম্প্রতি বই প্রচারের জন্য এক সাক্ষাৎকার দেন তিনি। তাতে রিপাবলিকান প্রার্থী চাচা ও নভেম্বরের নির্বাচন সম্পর্কে নিজের মতামত প্রকাশ করেন তিনি। 
সাক্ষাৎকারে ফ্রেড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে বলেছেন, আমার চাচা একজন বদ্ধ উন্মাদ। তিনি যে পথ অবলম্বন করেন তা অনেক জটিল ও নিষ্ঠুর। তিনি আরও বলেন, প্রতিটি পরিবারেই কিছু উম্মাদ সদস্য থাকেন। আমাদের পরিবারে সেই উন্মাদ হলো ডোনাল্ড ট্রাম্প।
ফ্রেড বলেন, ‘তিনি (ডোনাল্ড ট্রাম্প) আমার সঙ্গে ভয়ানক কাজ করেছেন। কিছু মানুষ বলেন, ‘এত কিছুর পরও আপনি কীভাবে তার সঙ্গে সম্পর্ক রাখতে চান? কিন্তু তিনি আমার চাচা। আমার পরিবারের অংশ।’
ট্রাম্প মানুষকে ব্যবহার করেন বলে দাবি করেছেন ফ্রেড। তিনি বলেন, তিনি ভোটের জন্য মানুষকে ব্যবহার করেন।
ফ্রেড ট্রাম্পের নতুন বইয়ে ‘দি রেস কার্ড’ নামে একটি অধ্যায় রয়েছে। সেখানে তিনি নিজের চাচার ‘বর্ণবাদী কথাবার্তা’ নিয়ে লিখেছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। ট্রাম্পকে অনেকেই বর্ণবাদী বলেন। আবার অনেকেই এমনটা বলতে নারাজ। 


একুশে সংবাদ/ এসএডি

Shwapno
Link copied!