AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিরিয়া-লেবাননে মার্কিন গোয়েন্দা বিমানের নজরদারি


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৭:৪২ পিএম, ১ আগস্ট, ২০২৪
সিরিয়া-লেবাননে মার্কিন গোয়েন্দা বিমানের নজরদারি

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের জেরে মধ্যপ্রাচ্যে আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে। এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে প্রক্সিদের সঙ্গে বৈঠকে আজই বৈঠকে বসছে ইরান। গণমাধ্যমের প্রতিবেদনে এমনটিই দাবি করা হয়েছে।

এদিকে, চলমান উত্তেজনায় সিরিয়া, লেবানন ও ইসরায়েল উপকূলের আকাশে নজরদারি চালিয়েছে মার্কিন গোয়েন্দা বিমান। আন্তর্জাতিক ফ্লাইট-ট্র্যাকিং পরিষেবা ফ্লাইট রাডার২৪ এই তথ্য নথিভুক্ত করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, ফ্লাইট রাডারের তথ্যানুযায়ী, ইসরায়েলি হামলায় লেবাননের বৈরুতে হিজবুল্লাহর সিনিয়র নেতা এবং ইরানের তেহরানে হামাসের শীর্ষ নেতা হত্যাকাণ্ডের জেরে এই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির পর চার ঘণ্টারও বেশি সময় ধরে সিরিয়া, লেবানন এবং ইসরায়েলের উপকূলে নজরদারি চালিয়েছে মার্কিন নৌবাহিনীর একটি গুপ্তচর বিমান।

আল জাজিরার ফ্যাক্ট-চেকিং এজেন্সি ‘সানাদ’ কর্তৃক যাচাই করা ন্যাভিগেশনাল ডেটা দেখায যায়, ইপি-৩ই এরিস দ্বিতীয় অরিয়ন গোয়েন্দা বিমানটি গ্রিক দ্বীপের ক্রিটের চানিয়া বিমানবন্দর থেকে উড্ডয়ন করে স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ১০ টায় ইসরায়েলের উপকূলে পৌঁছায়। বিমানটি কৌশলগত নানা তথ্য সংগ্রহ করে এবং তা তাৎক্ষণিকভাবে কমান্ডারদের কাছে পাঠিয়ে দেয়। সূত্র: আল-জাজিরাি

একুশে সংবাদ/বা.প্র/হা.কা

 

 

Link copied!