ভারতের কেরালা রাজ্যে ভয়াবহ ভূমিধসে উদ্ধার অভিযান পরিচালনায় মাত্র ২৪ ঘণ্টারও কম সময়ে একটি সেতু নির্মাণ করেছে দেশটির সেনাবাহিনী। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, বুধবার রাত সাড়ে ৯টার দিকে সেতু নির্মাণের কাজ শুরু হয়। বৃহস্পতিবার বিকালে সম্পন্ন হয় সেতু। ভারতীয় সেনাবাহিনীর মাদ্রাজ ইঞ্জিনিয়ারিং গ্রুপ এই কাজটি করে। গত কয়েক দিন ধরেই ভারি বর্ষণ হচ্ছে কেরালার ওয়েনাড়েতে। মঙ্গলবার ভোরে হঠাৎ পার্বত্য এলাকায় ধস নামে। এরপর ঘণ্টার ব্যবধানে আরও পৃথক পৃথক স্থান থেকে ধসের খবর আসতে থাকে। পশ্চিমঘাট পর্বতের জঙ্গলঘেরা অন্তত চারটি গ্রাম প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে। সেখানকার বাড়িঘর, বাগান, দোকান সব হাজারো টন পাথর ও কাদার স্তূপের নিচে চাপা পড়েছে।
ভারি বর্ষণ ও যোগাযোগ অবকাঠামো না থাকার কারণে উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছিল সংশ্লিষ্টদের। মেজর জেনারেল ভিটি জেনারেল বলেন, এই সেতু দিয়ে যান চলাচল শুরু করেছে। ২৪ টন ওজন পর্যন্ত এই সেতু বহন করতে পারবে।
একুশে সংবাদ/আ.স/হা.কা
আপনার মতামত লিখুন :