ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, বাংলাদেশের পোশাকখাতে যেসব ভারতীয় ব্যবসায়ী বিনিয়োগ করেছেন তারা বর্তমানে অনিশ্চয়তার মধ্যে আছে। তবে শিগগিরই পরিস্থিতির উন্নতি হবে বলে আশাবাদ প্রকাশ করেন তিনি।
শনিবার দেশটির বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নির্মলা সীতারামন।
ভারতীয় গণমাধ্যম দ্য ইকোনমিক টাইমসের বরাতে জানা যায়, রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ায় আয়োজিত এ সংবাদ সম্মেলনে ভারতের অর্থনীতির বিভিন্ন বিষয়ের সঙ্গে সঙ্গে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটের বিষয়টিও আলোচনায় উঠে আসে।
এ সময় নির্মলা বলেন, ‘তামিলনাড়ুর অনেক ব্যবসায়ী বাংলাদেশের টেক্সটাইল খাতে বিনিয়োগ করেছেন এবং এতদিন তারা সেখানে ভালোভাবে ব্যবসা করে আসছেন। তবে বর্তমান অস্থিতিশীলতায় এ খাতে বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে সঙ্গে ভারতীয় বিনিয়োগকারীরাও অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।’
বাংলাদেশে ব্যবসার পরিবেশ নিয়ে নির্মলা বলেন, শুল্ক সুবিধা থেকে শুরু করে অনেকগুলো কারণে বাংলাদেশে বিনিয়োগ ভারতীয় ব্যবসায়ীদের জন্য লাভজনক। শুধু পশ্চিমা দেশে না, অনেক বাংলাদেশি প্রতিষ্ঠান ভারতে পর্যন্ত টেক্সটাইল পণ্য রফতানি করতো।
তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ওপর আস্থা রেখে নির্মলা বলেন, ‘আশা করা যাচ্ছে যারা বিনিয়োগকারী তারা লোকসানের মুখে পড়বে না। অন্তর্বর্তীকালীন সরকার শিগগিরই পরিস্থিতি সামলে নিবে। তবে দীর্ঘমেয়াদি কী ধরনের প্রভাব পড়বে তা এখনই হলফ করে বলা যায় না।’
বাংলাদেশের ব্যবসা খাতে অস্থিরতা সৃষ্টি হলে তার প্রভাব ভারতেও পড়ে উল্লেখ করে নির্মলা বলেন, ‘স্থিতিশীল পরিবেশ সৃষ্টি হলে বাংলাদেশ-ভারত দুটি দেশই লাভবান হবে। যত দ্রুত অবস্থা স্থিতিশীল হবে; দুই দেশের জন্য তত দ্রুত সুবিধাজনক পরিস্থিতির সৃষ্টি হবে।’
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :