সিরিয়ায় ৫ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পটি দেশটির কেন্দ্রীয় শহর হামার ২৮ কিমি পূর্বে ভূপৃষ্ঠের ৩ দশমিক ৯ কিলোমিটার গভীরে আঘাত হানে।সংবাদমাধ্যম সিনহুয়া জানিয়েছে, সোমবার স্থানীয় সময় রাত ১২ টার দিকে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটি সিরিয়ার বেশ কয়েকটি প্রদেশে অনুভূত হয়েছে।
সিরিয়ার জাতীয় ভূমিকম্প কেন্দ্রের প্রধান রায়েদ আহমদ শাম এফএম রেডিও স্টেশনকে জানিয়েছেন, এই কম্পনটি সম্ভবত একটি শক্তিশালী ভূমিকম্পের পূর্বাভাস হতে পারে। এর আগে সোমবার রাত ৯:৩০-এ একই এলাকায় ৩.৭ মাত্রার আরেকটি ভূমিকম্প রেকর্ড করা হয়, যার কেন্দ্র ছিল হামার পূর্বে ২১ কিমি দূরে।
এ ঘটনায় এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। তবে রাজ্য টেলিভিশন তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে পরামর্শ দিয়েছে এবং সতর্ক করে বলেছে, ভূমিকম্পের পরবর্তী ধাক্কা অনুভূত হতে পারে।
উল্লেখ্য, ২০২৩ সালে ৭.৮ মাত্রার একটি ভূমিকম্প সিরিয়ার উত্তর ও পশ্চিমাঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :