ইসরাইলের রাজধানী তেলআবিবে রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। মঙ্গলবার (১৩ আগস্ট) হামাস এ হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছে হামাসের সশস্ত্র শাকা আল-কাসাম ব্রিগেড।
শাকা আল-কাসাম ব্রিগেডের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়র্টার্স এক প্রতিবেদনে জানায়, মঙ্গলবার রাজধানী তেলআবিবে এবং অন্যান্য শহরে হামাস রকেট হামলা চালিয়েছে। এ সময় তারা দুটি ‘এম ৯০’ রকেট দিয়ে এই হামলা চালায়।
ইসরাইলি বিমান বাহিনী জানিয়েছে, ‘কিছুক্ষণ আগে একটি হামলা শনাক্ত করা হয়েছিল। এটি গাজা উপত্যকা অতিক্রম করে দেশের কেন্দ্রে সামুদ্রিক আকাশসীমায় পড়ে। তবে এর জন্য কোনো সতর্কতা জারি করা হয়নি। একই সময়ে, আরেকটি রকেট লঞ্চ শনাক্ত করা হয়েছিল। তবে এটি ইসরাইল অতিক্রম করেনি।’
এদিকে ইসরাইলের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, দেশটিতে বিস্ফোরণের ব্যাপক শব্দ শোনা গেছে। তবে এ হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ইসরাইল-গাজার উত্তেজনার মধ্যেই চলতি সপ্তাহে ইসরাইলে ‘বড় ধরনের’ হামলা চালাতে পারে ইরান। সোমবার (১২ আগস্ট) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউরোপীয় নেতাদের সঙ্গে মধ্যপ্রাচ্য সংকট নিয়ে আলোচনা করেন। এ সময় হোয়াইট হাউসের পক্ষ থেকে এমন আশঙ্কার কথা জানানো হয়।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :