কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের এক দফা দাবিতে মাঠে নামছে বিজেপি। বিজেপির রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ঘোষণা দিয়েছেন, আজ শুক্রবার থেকে তারা এ দাবিতে মাঠে নামবেন।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবিতে শুক্রবার (১৬ আগস্ট) দুপুরে বিজেপি দুই ঘণ্টা ‘রাস্তা রোকো’ বা অবরোধের ডাক দিয়েছে। এছাড়া এদিন বিকেলে মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত বিজেপির মহিলা মোর্চার মোমবাতি মিছিল হবে বলে জানানো হয়েছে।
অন্যদিকে আরজি কর কাণ্ডের প্রতিবাদে ১২ ঘণ্টার বাংলা বন্ধের ডাক দিয়েছে সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অব ইন্ডিয়া (এসইউসিআই)। শুক্রবার সকাল ৬টা থেকে তাদের এই বন্ধ চলছে। মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে এসইউসিআই’র ধর্মঘটকে একরকম সমর্থনই দিয়েছেন শুভেন্দু অধিকারী।
‘দফা এক, দাবি এক, সবাইকে বলবো কাল স্তব্ধ করে দিন বাংলা’, আওয়াজ তোলেন বিরোধী দলনেতা। এদিকে এসইউসিআই’র বন্ধের ডাক নিয়ে নির্দেশিকা জারি করেছে নবান্ন। ‘কাল (শুক্রবার) সরকারি কর্মচারীরা অফিসে না এলে একদিনের বেতন কাটা যাবে’ বলে স্পষ্ট করা হয়েছে নির্দেশিকায়। আরজি কর হাসপাতালে ঘটে যাওয়া তাণ্ডবের প্রতিবাদ করে শুভেন্দু বলেন, দফা এক, দাবি এক, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ। আমি এই রাজ্যের সব রাজনৈতিক দলকে বলবো, কাল স্তব্ধ করুন বাংলা। বন্ধ ডেকে করুন, যেভাবে পারেন করুন। সবাই মিলে করুন, কাল স্তব্ধ করুন পশ্চিমবঙ্গ।
এর পাল্টা কটাক্ষ করে মুখ্যমন্ত্রী মমতার মন্তব্য, আমাদের বাংলায় ধর্মঘট হয় না। কারণ আমাদের ধর্মঘট বন্ধ করা আছে। যে ধর্মঘটে অংশ নেবে সে নিজেরটা নিজে বুঝে নেবে। কিন্তু আমি সবাইকে আবেদন করবো সব খোলা রাখতে। বাংলাকে অচল করে দেওয়ার পরিকল্পনা করে, সন্ত্রাস করার একটা পরিকল্পনা চলছে বাম আর রামের।
এছাড়া চিকিৎসক হত্যা-ধর্ষণের প্রতিবাদে শুক্রবার পাল্টা পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও।
সূত্র: এবিপি
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :