মধ্য সুদানের সিন্নার রাজ্যের জলকনি গ্রামে আধাসামরিক বাহিনী আরএসএফের হামলায় অন্তত ৮০ জন নিহত হয়েছেন। স্থানীয়দের বরাত দিয়ে শনিবার (১৭ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাতে মধ্য সুদানের সিন্না ইয়ুথ গ্যাদারিং নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠনের এক বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার আধাসামরিক বাহিনী আরএসএফ মধ্য সুদানের সিন্নার রাজ্যের জলকনি গ্রামে হামলা চালিয়েছে। এতে অন্তত ৮০ জন নিহত হয়েছেন।
বিবৃতিতে আরো বলা হয়, আরএসএফ সদস্যরা ওই গ্রামে মেয়েদের অপহরণের জন্য গিয়েছিল। এ সময় স্থানীয়রা বাধা দিলে নির্বিচারে গুলি চালায় আরএসএফ সদস্যরা। এ নিয়ে আরএসএফের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
গত জুন থেকেই আরএসএফ রাজ্যের রাজধানী সিঙ্গাসহ সিন্নার রাজ্যের বড় অংশ নিয়ন্ত্রণ করছে আরএসএফ। অন্যদিকে সিন্নার রাজ্যের পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণ রয়েছে সুদানের সামরিক বাহিনী সুদানিজ আর্মড ফোর্সেসের (এসএএফ) নিয়ন্ত্রণে।
ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের মতে, সিন্নার রাজ্যে লড়াইয়ে সাত লাখ ২৫ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
গত বছরের এপ্রিল থেকে চলমান এসএফ ও আরএসএফের মধ্যকার লড়াইয়ে প্রাণ হারিয়েছে ১৬ হাজার ৬৫০ জন।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, সুদানের অভ্যন্তরে এ পর্যন্ত এক কোটি ৭০ লাখ মানুষ বাস্তচ্যুত হয়েছে। আর প্রতিবেশী দেশে আশ্রয় নিয়েছে ২২ লাখ সুদানি। গত বুধবার সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র, সৌদি আরব ও সুইস কর্মকর্তাদের মধ্যস্থতায় সুদানে যুদ্ধবিরতির জন্য আলোচনা শুরু হয়। তবে এতে অংশ নেয়নি সুদানের সেনাবাহিনী।
এর আগে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত আলোচনা যুদ্ধ বিরতির চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। গত বছর থেকে সুদানের সেনাবাহিনীর বিরুদ্ধেও লড়াই চালিয়েছে যাচ্ছে আরএসএফ। উভয় পক্ষের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা ও মানবিক সহায়তা অবরুদ্ধ করায় যুদ্ধাপরাধের অভিযোগ উঠেছে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :