AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

১ ঘণ্টায় ১৭ জনকে কামড়াল কুকুর!


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১০:৩৯ পিএম, ১৭ আগস্ট, ২০২৪
১ ঘণ্টায় ১৭ জনকে কামড়াল কুকুর!

উত্তরপ্রদেশের গোরখপুরে একটি ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আলোড়ন পড়ে গিয়েছে। একটি উন্মত্ত কুকুর যাকেই সামনে পেয়েছে, তাকেই কামড়েছে বলে অভিযোগ উঠেছে। রিপোর্ট অনুযায়ী, এভাবে ১ ঘণ্টার মধ্যে ১৭ জনকে কামড়ায় কুকুরটি। ঘটনায় বেশ কয়েকজন গুরুতর জখম হয়েছেন। সিসিটিভি ক্যামেরায় বেশ কয়েকজনকে কামড়ানোর দৃশ্য ধরা পড়েছে । কারও পায়ে, কাউকে হাতে আবার কাউকে শরীরের অন্যান্য জায়গায় ভয়ঙ্করভাবে কামড়ে দিয়েছে কুকুরটি। এই ঘটনায় পুরসভার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন স্থানীয়রা।   

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে বুধবার রাতে আবাস কলোনিতে। সেখানকার বাসিন্দা আশিস যাদবের বাড়ির বাইরে একটি সিসিটিভি ক্যামেরার ভিডিওতে এই কামড়ানোর দৃশ্য দেখা গিয়েছে। ফুটেজে দেখা যাচ্ছে, রাত ৯.৪৫ টায় ফোনে কথা বলতে বলতে বাড়ির সামনে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তখন হঠাৎ ওই কুকুরটি তাকে দেখে পিছু ধাওয়া করে এবং হামলা চালায়। আশিস কুকুরটিকে লাথি মেরে বাঁচার চেষ্টা করলেও কুকুরটি তাকে ছাড়েনি। আশিস মাটিতে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কুকুরটি তার পায়ে দাঁত বসিয়ে দেয়। কুকুরটি পালানোর আগে আশিসের মুখেও কামড় দেয়। ঘটনায় তার মুখ, চোখ ও ঠোঁট থেকে গলগল করে রক্ত বের হতে দেখা যায় ফুটেজে।

এরপরে কুকুরটি এক মহিলার ওপর হামলা চালায়। ওই মহিলা বাড়ি ফিরছিলেন। তখন বাড়ির গেটের বাইরে দাঁড়িয়ে। সেই আচমকা তার ওপর কুকুরটি ঝাঁপিয়ে পড়ে। মহিলার হাঁটু ও পায়ে কামড়ে দেয় কুকুরটি এবং সেখান থেকে পালিয়ে যায়। ঘটনায় তার হাঁটুতে গভীর ক্ষত তৈরি হয়। বেশ কয়েকটি সেলাই পড়েছে। তার ঠিক পরেই কুকুরটি ওই বাড়ির বাইরে দুজন মেয়ের ওপর আক্রমণ করে। ওই মেয়ে দুজন রাস্তায় খেলছিল। এভাবে কুকুরটি আরও বেশ কয়েকজনকে কামড়ায়।

এদিকে, আশিসের বাবা বিজয় যাদব অভিযোগ করেছেন, এই ঘটনার পর যখন তিনি ছেলেকে জলাতঙ্কের টিকা দেওয়ার জন্য জেলা হাসপাতালে নিয়ে গিয়েছিলেন, তখন তাঁকে বলা হয়েছিল যে হাসপাতালে এর টিকা নেই। এই ঘটনায় পুরসভার বিরুদ্ধে পথ কুকুর নিয়ে ব্যবস্থা না নেওয়ায় গাফিলতির অভিযোগ তুলেছেন স্থানীয়রা। তাদের বক্তব্য, এলাকায় পথ কুকুরের সংখ্যা মারাত্মক হারে বেড়েছে। কামড়ানোর ঘটনাও বেড়েছে। অথচ পুরসভা ব্যবস্থা নিচ্ছে না।

গোরখপুরের অতিরিক্ত মিউনিসিপ্যাল কমিশনার দুর্গেশ মিশ্র বলেছেন,  তিনি এই ঘটনার বিষয়ে জানেন না, কোনও অভিযোগ পাননি। তিনি বলেন, ‘পথ কুকুর নির্বীজকরণের জন্য ব্যবস্থা নিয়ে থাকি। এছাড়া, আমরা পোষা কুকুরকে জীবাণুমুক্ত টিকা দেওয়ার জন্য সচেতনতামূলক প্রচার চালাই।’
 

একুশে সংবাদ/ এস কে

 

Link copied!