ইতালির সিসিলি উপকূলে একটি বিলাসবহুল প্রমোদতরী ডুবে গেছে। এই ঘটনায় ছয়জন নিখোঁজ হয়েছেন, তাদের মধ্যে আছেন মেয়েসহ ব্রিটিশ ধনকুবের মাইক লিঞ্চ। ব্রিটিশ প্রযুক্তি উদ্যোক্তা ও ধনকুবের মাইক লিঞ্চ, অনেকের কাছে ‘ব্রিটিশ বিল গেটস’ নামে পরিচিত।সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, রাতভর প্রবল ঝড়ের মুখে পড়ে স্থানীয় সময় সোমবার (১৯ আগস্ট) ভোরে ডুবে যায় প্রমোদতরীটি।
জাহাজটিতে ব্রিটিশ, আমেরিকান ও কানাডিয়ান নাগরিকসহ মোট ২২ জন ছিলেন। এক বছর বয়সী এক ব্রিটিশ কন্যা শিশুসহ ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান চালানোর সময় ধ্বংসস্তূপের বাইরে এক ব্যক্তির লাশ পাওয়া গেছে। তবে তার জাতীয়তা নিশ্চিত করা যায়নি।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বায়েসিয়ান নামের প্রমোদতরীটি শেষরাতে প্রচণ্ড ঝড় আর উত্তাল ঢেউয়ের মুখে পড়ে। ওই সময় এটি তীর থেকে আধা কিলোমিটার দূরে সাগরের মধ্যে নোঙর করা ছিল। কিন্তু ঝড়ে এর ২৩৬ ফুট উঁচু অ্যালুমিনিয়ামের মাস্তুল ভেঙে যায়। ফলে জাহাজটি তার ভারসাম্য হারিয়ে সিসিলিয়ার রাজধানী পালেরমোর কাছে পোর্টিসেলো গ্রামের উপকূলে ডুবে যায়।
এ ঘটনায় প্রযুক্তি উদ্যোক্তা মাইক লিঞ্চ ও তার ১৮ বছর বয়সী মেয়ে হান্না নিখোঁজ রয়েছেন। ফ্টওয়্যার কোম্পানি অটোনমি’র সহ-প্রতিষ্ঠা লিঞ্চ ‘ব্রিটিশ বিল গেটস’ নামে পরিচিত। তিনি তার সহকর্মীদের জন্য প্রমোদ ভ্রমণের ব্যবস্থা করেছিলেন। প্রমোদতরীটির মালিকানা লিঞ্চের স্ত্রী অ্যাঞ্জেলা বেকারেসের নামে।
প্রমোদতরীটিতে ১২ জন যাত্রী ও ১০ ক্রু ছিল। নিখোঁজদের মধ্যে লিঞ্চ, তার মেয়ে হান্না লিঞ্চ ও প্রমোদ তরীটির শেফ রয়েছেন।
বেঁচে যাওয়াদের মধ্যে এক বছর বয়সী এক শিশু ও তার বাবা-মা রয়েছে। শিশুটির মা শার্লট গোলুনস্কি বলেন, দুই সেকেন্ডের জন্য আমি আমার মেয়েটিকে সমুদ্রে হারিয়ে ফেলেছিলাম। তবে ঢেউয়ের মধ্যে আবারো তাকে খুঁজে পাই।
তিনি ও তার স্বামীসহ ১১জন লাইফবোটে উঠতে পেরেছিলেন। এছাড়া কাছাকাছি একটি ডাচ-পতাকাবাহী জাহাজ ঢেউ থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের উদ্ধার করেছিল।প্রমোদতরীর ক্যাপ্টেন কার্স্টেন বোর্নার বলেন, ঝড় থেমে যাওয়ার পর তারা লক্ষ্য করেন যে, তাদের পিছনে থাকা জাহাজটি আর নেই।
উদ্ধার অভিযান চলছে। সমুদ্রে পানির ৫০ মিটার নিচে ধ্বংসাবশেষ শনাক্ত করেছে ডুবুরিরা। তবে নিখোঁজদের জীবিত খুঁজে পাওয়ার আশা খুবই কম বলে জানিয়েছেন অনুসন্ধানকারীরা।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :