AB Bank
ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইতালিতে ব্রিটিশ ব্যবসায়ীসহ পাঁচজনের মৃতদেহ উদ্ধার


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৪:১২ পিএম, ২৩ আগস্ট, ২০২৪
ইতালিতে ব্রিটিশ ব্যবসায়ীসহ পাঁচজনের মৃতদেহ উদ্ধার

ব্রিটিশ প্রযুক্তি ব্যবসায়ী মাইক লিঞ্চের স্ত্রীর ইয়টটি ইতালির সিসিলির কাছে সোমবার ডুবে যায়৷ সেই নৌকায় ছয়জন যাত্রী ছিলেন৷ এখনও খোঁজ চলছে ইয়টে থাকা লিঞ্চের কন্যার৷ বিশেষজ্ঞদের আশঙ্কা একটি সামুদ্রিক ঘূর্ণিঝড় বা টর্নেডোর কবলে পড়েছিল ইয়টটি৷ দ্য বায়েসিয়ান নামের ১৮৪ ফুট উঁচু এই ইয়টের গায়ে ছিল ব্রিটিশ পতাকা৷ উদ্ধারের কাজ চালাচ্ছে ইতালিয়ান দমকল বিভাগ৷

সরকারিভাবে পরিচিতি শনাক্ত করবার জন্য উদ্ধার হওয়া মৃতদেহগুলিকে উদ্ধারকারী নৌকায় করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ স্থানীয় কর্তৃপক্ষ উদ্ধার হওয়া মৃতদেহের পরিচয় সম্পর্কে কোনো তথ্য দিতে না চাইলেও, বার্তা সংস্থা রয়টার্স কর্তৃপক্ষের সূত্রের বরাত দিয়ে নিশ্চিত করেছে যে নিহতদের মধ্যে ব্রিটিশ প্রযুক্তি ব্যবসায়ী মাইক লিঞ্চও ছিলেন৷

পালেরমো শহরের পোর্তিচেলোর কাছে নোঙর করা ছিল ইয়টটি৷ ঝড়ের মুখে পড়ায় কয়েক মিনিটের মধ্যে ডুবে যায় সেটি৷ মার্কিন যুক্তরাষ্ট্রে একটি বহুল চর্চিত জালিয়াতি মামলায় সম্প্রতি নির্দোষ সাব্যস্ত হন ৫৯ বছর বয়সী মাইক লিঞ্চ৷ তা উদযাপন করতেই এই ইয়টে নিজের বন্ধুদের দাওয়াত দেন তিনি৷ লিঞ্চ ও তার কন্যা ছাড়াও এই ইয়টে জুডি ও তার স্বামী, মর্গান স্ট্যানলির উচ্চপদস্থ কর্মকর্তা, জনাথন ব্লুমার, আইনজীবী ক্রিস মরভিলো ও তার স্ত্রী নেদাও ছিলেন৷ লিঞ্চের স্ত্রীসহ মোট ১৫জন যাত্রী ইয়ট থেকে প্রাণ হাতে করে ফিরে আসতে সক্ষম হন৷ ইয়টে থাকা শেফ, ক্যানাডিয়ান নাগরিক রেকাল্দো টমাসের মৃতদেহ দুর্ঘটনার কয়েক ঘন্টা পর উদ্ধার হয়৷

ইয়টডুবিতেও রহস্য ও অস্পষ্টতা ইয়টের ক্যাপ্টেনসহ বাকি জীবিত যাত্রীদের ও প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ৷ এই মুহূর্তে কোনো ব্যক্তিই তদন্তাধীন নন৷ ডুবে যাওয়া দ্য বায়েসিয়ান ইয়টটিতে বিশ্বের সবচেয়ে উঁচু অ্যালুমিনিয়ামের মাস্তুল রয়েছে, প্রায় ২৩৬ ফুট, জানায় ইয়টটির প্রস্তুতকারী সংস্থা, পেরিনি৷ নিহত লিঞ্চকে বলা হয় যুক্তরাজ্যের বিল গেটস৷

তার সফটওয়্যার সংস্থা, অটোনমিকে ২০১১ সালে ১১ বিলিয়ন মার্কিন ডলার দামে কিনে নেয় প্রযুক্তি সংস্থা এইচপি৷ তারপরই, অটোনমির বিরুদ্ধে জালিয়াতির মামলা দায়ের করে এইচপি, যার বিচার চলছিল এত বছর ধরে৷ জুন মাসে স্যান ফ্রান্সিসকোর একটি আদালত লিঞ্চের বিরুদ্ধে ওঠা সকল অভিযোগ খারিজ করে৷ এই মামলায় তার পক্ষে লড়েন আইনজীবী ক্রিস মরভিলো৷ জনাথন ব্লুমার ছিলেন লিঞ্চের সাক্ষী৷

ম্যাথিউ শানক যুক্তরাজ্যে মেরিটাইম সার্চ অ্যান্ড রেসকিউ কাউন্সিলের চেয়ার৷ তার মতে, দ্য বায়েসিয়ান একটি উচ্চ শক্তির আবহাওয়াজনিত দুর্যোগের শিকার হয়েছে৷

তিনি বলেন, যদি এটা কোনো ওয়াটার স্পাউট বা সামুদ্রিক ঝড় হতো, যেমনটা দেখে মনে হচ্ছে, তাহলে তাকে আমি কালো রাজহাঁসের মতোই দুর্লভ ঘটনা হিসাবে বলব৷

পেরিনি সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা জিওভানি কস্টানটিনো বলেন, যে এই ইয়টটি বিশ্বের অন্যতম নিরাপদ ইয়ট ছিল, যা এক অর্থে ডুবতেই পারে না৷ তার মতে এই দুর্ঘটনার পেছনে প্রাকৃতিক দুর্যোগের সাথে থাকতে পারে মানবিক ভুলের বিষয়টিও৷ টিজিওয়ান টেলিভিশন অনুষ্ঠানে বুধবার তিনি বলেন, ইয়টে পানি ভরে যাওয়ায় সেটি ডুবে যায়৷ সেই পানি কোথা থেকে এলো, সেটা তদন্তকারীরা বলবেন৷


একুশে সংবাদ/ এস কে

 

Link copied!