AB Bank
ঢাকা মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ছুরিকাঘাতে জার্মানিতে তিনজন নিহত


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১১:৪৪ এএম, ২৪ আগস্ট, ২০২৪
ছুরিকাঘাতে জার্মানিতে তিনজন নিহত

জার্মানির জোলিঙ্গেন শহরের একটি উৎসব অনুষ্ঠানে ছুরি হামলার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তের এলোপাতাড়ি ছুরিকাঘাতে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চার জন। তাদের অবস্থা গুরুতর।

শুক্রবার (২৩ আগস্ট) স্থানীয় সময় রাত পৌনে ১০টার দিকে পশ্চিমাঞ্চলের শহরটিতে এ হামলার ঘটনা ঘটে। খবর: বিবিসি

বিবিসি প্রতিবেদনে বলা হয়, জোলিঙ্গেন শহরের ৬৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি উৎসবে যোগ দিয়েছিলেন সেখানকার বাসিন্দারা। অনুষ্ঠানটি শুক্রবার শুরু হয়ে রোববার শেষ হওয়ার কথা ছিল। কিন্তু এরই মধ্যে এমন ভয়াবহ হামলার ঘটনা ঘটলো।

জার্মান সংবাদমাধ্যম বিল্ডের খবরে বলা হয়েছে, উৎসবে উপস্থিত লোকজনের ওপর একজন হামলাকারী এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। হামলাকারীকে আটক করা যায়নি বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

এ ঘটনার পর পুলিশ হামলাকারীকে ধরতে ৪০টি কৌশলগত গাড়ি মোতায়েন করেছে। গাড়িগুলো স্পেশাল টাস্ক ফোর্সের মাধ্যম নিয়ন্ত্রিত। এছাড়া ঐ এলাকার রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের ঘরের মধ্যেই অবস্থান করতে বলা হয়েছে।

অনুষ্ঠানের মূল আয়োজক ফিলিপ মুলার বলেন, জরুরি উদ্ধারকর্মীরা হামলার শিকার নয় জনকে বাঁচানোর চেষ্টা করছে। এছাড়া হামলার ঘটনার পর উৎসবে আশা ব্যক্তিরা শান্তিপূর্ণভাবে ঘটনাস্থল ত্যাগ করেছে।

একুশে সংবাদ/ এস কে

 

Link copied!